অর্ণব আইচ: সাতসকালে রাস্তায় ফলবিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল রাজাবাজারে। মৃতের নাম মেহতাব আলম। জানা গিয়েছে, বাইকে করে দুষ্কৃতীরা এসে মেহতাবকে এলোপাথাড়ি কুপিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কেন এই হামলা? নেপথ্যে কারা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রাজাবাজারে মেহতাব আলমের ফলের দোকান দীর্ঘদিনের। অন্যান্যদিনের মতোই সোমবার সকালে দোকান খোলেন তিনি। সাড়ে ৯ টা নাগাদ বাইকে দুই যুবক তাঁর দোকানে আসে। আচমকাই স্থানীয়রা দেখেন বাইকে আসা যুবকেরা এলোপাথাড়ি কোপাচ্ছে মেহতাবকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন যুবক। পরিস্থিতি বেগতিক বুঝে উধাও হয়ে যায় আততায়ীরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আক্রান্তকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী মারফত জানা গিয়েছে, বাইকে আসা ২ যুবকের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটি হচ্ছিল মেহতাবের। কিন্তু কী নিয়ে, তা জানা যায়নি। স্রেফ ফল কেনা নিয়ে বচসা নাকি অন্য কিছু, তাও এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হচ্ছে।
