অর্ণব আইচ: কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। কিন্তু চুরি হওয়ার পর অসম সাহস দেখান ক'জন? তা সেরকম ঘটনাও দেখা গেল খাস কলকাতায়। 'চোর' ধরতে একেবারে ৬০ কিলোমিটার পাড়ি দিলেন এক মহিলা। বয়স ৮০-র বেশি। অশীতিপর বৃদ্ধা যে 'গোয়েন্দাগিরি' দেখালেন, তার কাছে কোথায় দাঁড়ায় মিস মার্পল?
বাড়ি থেকে চুরি কয়েক লাখ টাকা নগদ ও গয়না। ‘গোয়েন্দাগিরি’ করে ২০ বছরের পুরনো ‘চোর’ পরিচারিকাকে ধরতে ৬০ কিলোমিটার পাড়ি দিলেন অশীতিপর বৃদ্ধা। শেষ পর্যন্ত বাঁশদ্রোণী থানার সহযোগিতায় গ্রেপ্তার হল ওই পরিচারিকা। পুলিশ জানিয়েছে, পেশায় প্রাক্তন শিক্ষিকা ওই বৃদ্ধার বাড়িতে গত ২০ বছর ধরে পরিচারিকার কাজ করত হাসি মণ্ডল নামে ওই মহিলা।
সম্প্রতি কলকাতার বাঁশদ্রোণীর বাসিন্দা ৮০ বছর বয়সেরও বেশি বয়সের ওই বৃদ্ধার বাড়ি থেকে চলে যায় ওই পরিচারিকা। বৃদ্ধা মোবাইলে যোগাযোগ করতে গিয়ে দেখেন, মোবাইল বন্ধ। সন্দেহের বশে তিনি আলমারি খুলে দেখেন, ভিতর থেকে উধাও হয়েছে লক্ষাধিক টাকার রুপোর গয়না ও নগদ টাকা। কুড়ি বছরের পুরাতন পরিচারিকাকে অবিশ্বাস করতে চাননি ওই প্রাক্তন শিক্ষিকা। তাই নিজেই লেগে পড়েন ‘গোয়েন্দাগিরি’তে।
তাঁর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বাঁশদ্রোণী থানা হলেও নিজেই গাড়ি নিয়ে পাড়ি দেন বৃদ্ধা। ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে গিয়ে নিজেই খোঁজ চালিয়ে পরিচারিকা হাসি মণ্ডলকে পাকড়াও করেন। হাতের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও চুরির বিষয়টি অস্বীকার করে হাসি। বরং বৃদ্ধাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত পুলিশের সাহায্য নেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকা। বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ হানা দেয় বাসন্তীতে। পুলিশ ওই পরিচারিকাকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে ওই চোরাই টাকা ও গয়না উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
