shono
Advertisement
Newtown

হাতিয়াড়ায় বধূর নলিকাটা দেহ উদ্ধার, মামার সঙ্গে পরকীয়ার বলি?

বধূর শ্বশুরবাড়িতে থাকতেন তাঁর মামা।
Published By: Tiyasha SarkarPosted: 03:56 PM May 27, 2025Updated: 03:56 PM May 27, 2025

দিশা ইসলাম, সল্টলেক: হাতিয়াড়ায় মহিলার নলিকাটা দেহ উদ্ধার। নেপথ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনের তত্ত্ব। শোনা যাচ্ছে, মামার সঙ্গে বিবাহ বহির্ভূত স সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। তার জেরেই কি এই মর্মান্তিক পরিণতি? উত্তর খুঁজছে পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার রাতে। নিউটাউন হাতিয়াড়ায় বাড়ি থেকে উদ্ধার হয় এক বধূর গলার নলিকাটা দেহ। জানা যায়, মৃত মহিলার নাম সুমনা সাউ। তদন্ত নেমে পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে। কিন্তু কেন? উঠে আসছে পরকীয়ার তত্ত্ব। শোনা যাচ্ছে, শ্বশুর, স্বামী ও ছোট বাচ্চা নিয়ে হাতিয়াড়া নস্করপাড়ায় ভাড়া থাকতেন মহিলা। ওই পরিবারের সঙ্গেই থাকতেন মৃত মহিলার মামাও।

সোমবার রাতে এক প্রতিবেশী মহিলা সুমনাকে ডাকাডাকি করে। কিন্তু সাড়া মেলেনি। তাতে সন্দেহ হয়। ওই প্রতিবেশী দরজা খুলতেই দেখেন, ঘরের খাটের মধ্যে সুমনা গলার নলিকাটা দেহ। রক্তাক্ত চারপাশ। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। সূত্রের খবর, মামার সঙ্গেই পরকীয়া ছিল সুমনার। তা নিয়ে অশান্তিও হয়েছে। অভিযোগ, মামাই নাকি খুন করেছে বধূকে। আদতেই কি ঘটনার নেপথ্যে সম্পর্কের টানাপোড়েন? নাকি পিছনে লুকিয়ে অন্য তথ্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাতিয়াড়ায় মহিলার নলিকাটা দেহ উদ্ধার। নেপথ্যে ক্রমশ স্পষ্ট হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনের তত্ত্ব।
  • শোনা যাচ্ছে, মামার সঙ্গে বিবাহ বহির্ভূত স সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। তার জেরেই কি এই মর্মান্তিক পরিণতি? উত্তর খুঁজছে পুলিশ।
Advertisement