shono
Advertisement
Parnasree

পুরনো বন্ধুর সঙ্গে প্রেমে মজে প্রেমিকা! রাগে যুবককে 'এলোপাথাড়ি কোপ' প্রেমিকের, তারপর...

পর্ণশ্রীতে ঘটেছে এই ঘটনাটি।
Published By: Tiyasha SarkarPosted: 11:33 PM Jul 20, 2025Updated: 11:33 PM Jul 20, 2025

অর্ণব আইচ: পুরনো বন্ধুর সঙ্গে প্রেমে মগ্ন প্রেমিকা! সন্দেহের বশেই তরুণীর পুরনো বন্ধুর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, খুনের চেষ্টা প্রেমিকের। শনিবার পর্ণশ্রীতে ঘটেছে এই ঘটনাটি। অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করলেন পর্ণশ্রী থানার আধিকারিকরা।

Advertisement

পুলিশ জানিয়েছে, যে যুবতীকে ঘিরে ওই গোলমাল, সাংসারিক সমস‌্যার জেরে তাঁর সঙ্গে আগেই ছাড়াছাড়ি হয়েছে স্বামীর। তারপর রাজু বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় যুবতীর। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। প্রেমিকার জন‌্য রাজু একটি বাড়ি ভাড়ারও ব‌্যবস্থা করে। আর সেই বাড়িতে ছিল রাজুর অবাধ আনাগোনা। আবার এর মধ্যেই যুবতীর সঙ্গে যোগাযোগ হয় তাঁর পুরনো বন্ধু বিশাল নস্করের। বিশাল পুরনো বান্ধবী হিসাবেই ওই যুবতীর সঙ্গে কথা বলতে থাকেন। দু’জনের দেখাও হয়। কোনওভাবে বিষয়টি রাজু জানতে পারে। রাজুর ধারণা হয়, তার প্রেমিকা নতুন করে অন‌্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে। ব‌্যাপারটি সে প্রেমিকাকে বললে যুবতী জানিয়ে দেন, তাঁর সঙ্গে বিশালের পুরনো বন্ধুত্ব। এর মধ্যে প্রেমের কোনও ব‌্যাপার নেই। যদিও রাজুর তা বিশ্বাস হয়নি। শনিবার যুবতী তাঁর প্রেমিক রাজু ও রাজুর এক বন্ধুকে বাড়িতে আমন্ত্রণ জানান। আবার ওই দিনই তিনি বন্ধু বিশালকেও বাড়িতে আসতে বলেন।

রাজু ওই বন্ধুকে নিয়ে প্রেমিকার বাড়িতে এসে দেখে, যুবতী তাঁর বন্ধুর সঙ্গে বসে গল্প ও খাওয়াদাওয়া করছেন। এই দৃশ‌্য দেখেই চিৎকার, চেঁচেমেচি শুরু করে রাজু। বিশালকে হুমকি দিতে থাকেন। যুবতী ও বিশাল তাকে বোঝাতে গেলে রাজু তাঁদের মারধরও করে। সে বিশালের মোবাইলও ছিনিয়ে নেয়, চুরি করে বলে অভিযোগ। বিশাল তার প্রতিবাদ জানাতেই রান্নাঘর থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে আসে রাজু। ওই ধারালো অস্ত্র দিয়ে বিশালকে কোপাতে থাকে সে। যুবতী চিৎকার করে উঠলে এলাকার বাসিন্দারা ছুটে যান। তাঁরা রক্তাক্ত অবস্থায় বিশালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই ব‌্যাপারে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। ওই অভিযোগের ভিত্তিতেই রাজুকে খুনের চেষ্টা ও চুরির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে। রবিবার রাজু বিশ্বাসকে আদালতে তোলা হলে তার জামিনের আবেদন জানান আইনজীবী সঞ্জয় চক্রবর্তী। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল তার বিরোধিতা করেন। দু’পক্ষের বক্তব‌্য শুনে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ধৃতকে জেরা করে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরনো বন্ধুর সঙ্গে প্রেমে মগ্ন প্রেমিকা!
  • সন্দেহের বশেই তরুণীর পুরনো বন্ধুর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, খুনের চেষ্টা প্রেমিকের।
  • শনিবার পর্ণশ্রীতে ঘটেছে এই ঘটনাটি। অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করলেন পর্ণশ্রী থানার আধিকারিকরা।
Advertisement