shono
Advertisement
Kolkata

সাতসকালে কলকাতার লেদার কমপ্লেক্সের ব্যবসায়ীকে কোপাল আততায়ী! তীব্র আতঙ্ক এলাকায়

কে, কী কারণে ব্যবসায়ীর উপর হামলা চালাল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
Published By: Subhankar PatraPosted: 01:20 PM Feb 12, 2025Updated: 01:26 PM Feb 12, 2025

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাতসকালে কলকাতার লেদার কমপ্লেক্সের ভাটিপোতার এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা! তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। গুরুতর আহত ব্যবসায়ীকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে, কী কারণে ব্যবসায়ীর উপর হামলা চালাল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনাস্থলে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ব্যবসায়ীর নাম মালেক মোল্লা। পরিরার জানিয়েছে, বুধবার সকালে মালেককে ফোন করে বাড়িতে আসে ওই আততায়ী। অভিযুক্ত ব্যক্তি ব্যবসায়ীর ঘরে প্রবেশের পর কয়েক মিনিট পরই ভিতর থেকে চিৎকারের শুনতে পান সদস্যরা। ছুটে আসেন প্রতিবেশীরাও। তাদের দেখে পালিয়ে যায় আততায়ী। লেদার কমপ্লেক্স থানায় খবর দিলে পুলিশ আহত মালেককে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে পাঠায়। আহত ব্যক্তির এক আত্মীয় বলেন, "সকালে ঘরের ভিতর থেকে চিৎকার শুনতে পারি। ছুটে গিয়ে মালেককে রক্তাক্ত অবস্থায় দেখি। রক্তে ভেসে যাচ্ছিল ঘর। ওর মাথা ও হাতে আঘাত রয়েছে।" পুরনো কোনও শত্রুতা রয়েছে কি না, জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "অনেক লোকই আসছে- যাচ্ছে, কী করে বলব কে শত্রু?" তবে আততায়ীর গ্রেপ্তার ও কঠিন শাস্তি চাইছে পরিবার।

ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘরের ভিতর ঢুকে ব্যবসায়ীকে কোপানোয় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। আহত ব্যবসায়ীর আত্মীয় সইফউদ্দিন বলেন, "ঘরের মধ্যে মানুষকে কুপিয়ে চলে যাচ্ছে আততায়ী। তাহলে নিরাপত্তা কোথায়? যে বা যারা এই কাজ করেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাতসকালে কলকাতা লেদার কমপ্লেক্সের ভাটিপোতার এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা!
  • তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ।
  • আহত ব্যবসায়ীকে কলকাতার এক বেসরকারি হাপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement