shono
Advertisement
Amit Shah

ছাব্বিশের ভোটের দামামা বাজিয়ে মোদির পরই বঙ্গ সফরে শাহ! কলকাতায় একাধিক বৈঠক

কলকাতায় ম্যারাথন কর্মসূচিতে যোগ দিতে পারেন শাহ, ছাব্বিশের নির্বাচন স্ট্র্যাটেজি?
Published By: Sucheta SenguptaPosted: 07:08 PM May 23, 2025Updated: 07:33 PM May 23, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ছাব্বিশের বিধানসভা ভোটের বাকি বছর খানেক। তারই মধ্যে প্রস্তুতির তোড়জোড় শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। একুশের ফলাফল থেকে শিক্ষা নিয়ে ছাব্বিশ নিয়ে বোধহয় বেশিই সতর্ক বিজেপি। আরও ভালো ফল করতে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আগামী ২৯ মে আলিপুরদুয়ারে জনসভা ও প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর দু'দিন পর, ৩১ মে রাতে কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে জল্পনা, আগামী ১ জুন দিনভর তিনি একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন। এরপর ১ জুন রাত বা ২ জুন সকালে ফের দিল্লির উদ্দেশে উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

বিজেপি সূত্রে খবর, ৩১ তারিখ রাতে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নামবেন অমিত শাহ। ১ তারিখ ম্যারাথন কর্মসূচি রয়েছে তাঁর। সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সাংসদ, বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করবেন। এছাড়া কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের সম্ভাবনা। মনে করা হচ্ছে, ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে একপ্রস্ত বৈঠকে নির্বাচন স্ট্র্যাটেজি আলোচনা করবেন অমিত শাহ। যদিও সবটাই রয়েছে জল্পনার স্তরে। অমিত শাহর কর্মসূচি সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি বঙ্গ বিজেপি সূত্রে। তবে জানা গিয়েছে, আগামী ২৬ মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। সেখানে মোদি-শাহর সফর নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি।

আগামী ২৯ মে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে আলিপুরদুয়ার আসছেন প্রধানমন্ত্রী মোদি। প্যারেড গ্রাউন্ডে তিনি দুটি কর্মসূচিতে যোগ দেবেন। একটি জনসভা ও আরেকটি প্রশাসনিক বৈঠক। তার জন্য আলাদা আলাদা মঞ্চ তৈরি হয়েছে। মোদির জনসভার দায়িত্বে থাকছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জেলা বিজেপি নেতৃত্ব। ২৯ মে মোদির এই সফরের পর ৩১ মে রাতেই কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরদিন তাঁর একগুচ্ছ কর্মসূচির সম্ভাবনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোদির পরই বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ।
  • আগামী ৩১ মে রাতে দমদম বিমানবন্দরে পা রাখতে পারেন।
  • পরদিন, ১ জুন ম্যারাথন কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি।
Advertisement