shono
Advertisement
Samserganj

ভিনরাজ্যে লুকিয়েও বাড়ি ফেরার টানই কাল! সামসেরগঞ্জে বাবা-ছেলে খুনে হাওড়া থেকে গ্রেপ্তার ১

শুক্রবার জগদলপুর এক্সপ্রেস হাওড়ায় ঢোকার পর যাত্রীদের পরীক্ষা করে ইকবাল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
Published By: Sucheta SenguptaPosted: 07:27 PM May 02, 2025Updated: 07:35 PM May 02, 2025

সুব্রত বিশ্বাস: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের অশান্তি চলাকালীন বাবা-ছেলে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতের নাম ইকবাল। এসটিএফ সূত্রে খবর, শুক্রবার হাওড়াগামী জগদলপুর এক্সপ্রেসে চড়ে বাড়ি ফেরার পথে সাদা পোশাকের পুলিশ স্টেশনে তল্লাশি চালিয়ে ইকবালকে গ্রেপ্তার করে। তাকে নিজেদের দপ্তরে নিয়ে গিয়েছে এসটিএফ।

Advertisement

জানা গিয়েছে, গত মাসে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যের কোথাও কোথাও অশান্তি ছড়িয়ে পড়ে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনার দু,একটি এলাকা বেশ উত্তপ্ত হয়ে ওঠে। দু'পক্ষের মাঝে পড়ে প্রাণহানিও ঘটে কয়েকজনের। তবে তার মধ্যে সামসেরগঞ্জের বাবা-ছেলের মৃত্যু সবচেয়ে মর্মান্তিক। ঝামেলার মাঝে পড়ে বেঘেরো প্রাণ যায় তাঁদের। সেই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়। রাজ্য পুলিশের এসটিএফের নেতৃত্বে তদন্তে ধরা পড়ে বেশ কয়েকজন। জানা গিয়েছে, ধৃতরা বেশিরভাগই ঘটনার পর ভিনরাজ্যে গা ঢাকা দেয়। পরে তা স্বীকারও করেছে ধৃতরা। 

এদিকে, শুক্রবার ইকবাল নামে ওই ব্যক্তিকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তারির পর এসটিএফ জানিয়েছে, ঘটনার পর থেকেই ইকবাল গা ঢাকা দিয়েছিল ওড়িশায়। মুর্শিদাবাদের জাফরাবাদ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই প্রথমে ইকবালের কথা জেনেছিল পুলিশ। তদন্ত নেমে এসটিএফ জানতে পারে, শুক্রবার জগদলপুর এক্সপ্রেসে সে হাওড়া আসছে। এদিন সকালে ট্রেনটি হাওড়ার নিউ কমপ্লেক্সে আসার কথা থাকলেও তা বেশ কয়েকঘণ্টা দেরিতে হাওড়া পৌঁছয়। দুপুর একটার পর তা হাওড়া পৌঁছয়। সাদা পোশাকে স্টেশন ঘিরে থাকা পুলিশকর্মীরা প্রত্যেক যাত্রীর উপর নজর রাখতে শুরু করে। স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময়ই তাকে ধরে ফেলে এসটিএফের কর্তারা। তারপরই তাকে নিয়ে রওনা দেন এসটিএফের কর্মীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও ১।
  • ওড়িশায় গা ঢাকা দিয়েও বাড়ির টানে ফেরার পথে হাওড়া থেকে গ্রেপ্তার ইকবাল নামে ওই ব্যক্তি।
Advertisement