shono
Advertisement
Rooftop

কলকাতার পর বিধাননগর, রুফটপ বার-রেস্তরাঁ বন্ধে কড়া পদক্ষেপ পুরনিগমের

ছাদের উপর রেস্তোরা বন্ধ করতে পুরসভার ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলরদের বলা হয়েছে তালিকা তৈরি করতে।
Published By: Paramita PaulPosted: 09:02 AM May 04, 2025Updated: 09:17 AM May 04, 2025

দিশা ইসলাম, বিধাননগর: কলকাতার পর বিধাননগর। ছাদের উপর রেস্তরাঁ বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে বিধাননগর পুরনিগমও। এই মর্মে একটি নির্দেশিকা জারি হতে চলেছে। কোন ওয়ার্ডে কত ছাদ রেস্তরাঁ, বার, ক্যাফে রয়েছে কাউন্সিলরদের কাছ থেকে তার তালিকা চেয়েছেন মেয়র। তারপর তালিকা যাবে পুলিশের কাছে। 

Advertisement

এ প্রসঙ্গে মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, ছাদের উপর রেস্তোরা বন্ধ করতে পুরসভার ৪১ টি ওয়ার্ডের কাউন্সিলরদের বলা হয়েছে তালিকা তৈরি করতে। সেই তালিকা সংশ্লিষ্ট থানার তুলে দেওয়া হবে। এর পর পুলিশ সরেজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পথে হাঁটবে। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথা হয়েছে বলে সূত্রের খবর। মন্ত্রীর নির্দেশমতোই ছাদ রেস্তরাঁ বন্ধের পথে হাঁটছে পুরসভা। 

উল্লেখ্য, বড়বাজারের মেছুয়ার হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরই মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় কড়া নির্দেশ দেন শহরের কোনও ছাদ আটকে ব‌্যবসা করা যাবে না। রাজ্যের পুরমন্ত্রী বা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও শুক্রবার বলেন ছাদ, সিঁড়ি আটকে ব‌্যবসা করা যাবে না। কলকাতা পুরসভার পুর কমিশনারও সার্কুলার জারি করেন এই মর্মে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই পুর বিল্ডিং ও থানাগুলি গোটা শহরজুড়ে যৌথ অভিযান চালিয়ে কলকাতার ৮৩টি বহুতলকে চিহ্নিত করা হয়েছে। যেখানে ছাদে টিনের শেড থার্মোকলের ছাউনির মধ্যে বাতানুকুল যন্ত্র চালিয়ে রেস্তোঁরা বার চালানো হত। দিনের পর দিন এই ঘটনা চলছে। ছাদে ওঠার সিঁড়িতে হয় গ‌্যাস সিলিন্ডার অথবা জলের জার। অথবা ঢাঁই করা প্লাস্টিক। এমন জায়গায় আগুন লাগলে বিপদ আরও বাড়বে। শনিবার অবশেষে সেই ছাদ রেস্তরাঁ, বার, ক্য়াফেগুলি বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপরই বিধাননগর পুরনিগমও একই পথে হাঁটল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতার পর বিধাননগর।
  • ছাদের উপর রেস্তরাঁ বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে বিধাননগর পুরনিগমও।
  • কোন ওয়ার্ডে কত ছাদ রেস্তরাঁ, বার, ক্যাফে রয়েছে কাউন্সিলরদের কাছ থেকে তার তালিকা চেয়েছেন মেয়র।
Advertisement