shono
Advertisement
Newtown

গয়না পরে ছবি তুলব! নিউটাউনে ডেটিং অ্যাপে পাতানো প্রেমিকের আবদারে প্রতারিত তরুণী

অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 01:50 PM Jun 01, 2025Updated: 01:50 PM Jun 01, 2025

দিশা ইসলাম, নিউটাউন: কান ফোটানো। তাই কানে সোনার দুল পরার আহ্লাদ জেগেছিল যুবকের। দুলপরা ফটো মোবাইলে তুলে রাখার ইচ্ছেও প্রকাশ করেছিল প্রেমিকার কাছে। নিউটাউনে ডেটিংয়ে বেরিয়ে প্রেমিকের এ হেন আবদারে তৎক্ষণাৎ সাড়া দেন তরুণী। নিজের কানের দুল, গলার চেন, হাতের আংটি সব খুলে তুলে দেন প্রণয়ীর হাতে। যুবক কানে দুল ঝুলিয়ে ফেলে। আঙুলে আংটি।

Advertisement

গলার চেন জামার কলারের উপরে তুলে এনে ফটো তোলার জন‌্য পোজ দেয়। মোবাইলের ক্যামেরা বাগিয়ে মেয়েটি যখন তৈরি, প্রেমিকপ্রবরের আচমকা জলপিপাসা জাগল। দৌড়ে গিয়ে সামনের দোকান থেকে বোতলবন্দি জল কিনে প্রেমিকা দেখলেন, বিলাসবহুল চারচাকা হাঁকিয়ে প্রেমিক পগারপার! এমন অভিনব প্রতারণার সংবাদে বিধাননগর পুলিশ কমিশনারেটের দুঁদে অফিসারেরাও হতবাক। তরুণী নিউটাউন থানায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এবং এই দৃষ্টান্ত সামনে রেখে জনপ্রিয় জনপ্রিয় গানের কলি তুলে ধরে নব প্রজন্মকে বিধাননগর কমিশনারেটের হুঁশিয়ারি, ‘প্রেমে পড়া বারণ/ কারণে-অকারণ...।’

পুলিশ জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা ওই তরুণী এক নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করেন। প্রেমিকের বিরুদ্ধে তিনি প্রতারণা, বিশ্বাসভঙ্গ-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত বিশাল আগরওয়াল (৩৫)-কে গ্রেপ্তার করেছে হাওড়া থেকে। তদন্তকারীরা জেনেছেন, এক অনলাইন ডেটিং অ্যাপ মারফত দু’জনের পরিচয়। ক্রমে আলাপ জমে ওঠে। গত বৃহস্পতিবার নিউটাউন অ্যাকশন এরিয়া ১-এর আনন্দমেলা উদ্যানের কাছে প্রথম সাক্ষাৎ। প্রথম দেখাতেই সোনার গয়না পরে ছবি তোলার আবদার ধরে বসে প্রতারক। তার শখ মেটাতে গিয়ে সঙ্গিনী পথে বসেছেন। ঘটনাটি বাস্তব উদারহণ হিসেবে তুলে ধরে নিউটাউন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত নস্করের পরামর্শ, ‘‘সঠিক পরিচয় ও তথ্য যাচাই না করে, যে কোনও অনলাইন মাধ্যমে সহজে কাউকে বিশ্বাস করা উচিত নয়।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কান ফোটানো। তাই কানে সোনার দুল পরার আহ্লাদ জেগেছিল যুবকের।
  • দুলপরা ফটো মোবাইলে তুলে রাখার ইচ্ছেও প্রকাশ করেছিল প্রেমিকার কাছে।
  • নিউটাউনে ডেটিংয়ে বেরিয়ে প্রেমিকের এ হেন আবদারে তৎক্ষণাৎ সাড়া দেন তরুণী।
Advertisement