shono
Advertisement
Central team

বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে সক্রিয়, রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় দলের

সীমান্ত পরিদর্শনের পর কলকাতায় এসে ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় দলের।
Published By: Amit Kumar DasPosted: 11:56 AM Jan 28, 2025Updated: 11:57 AM Jan 28, 2025

অর্ণব আইচ: বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখেছে রাজ্য সরকার। ভাল কাজ করেছে রাজ্য পুলিশ। রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় সরকারের বিশেষ গোয়েন্দা টিমের। সীমান্ত পরিদর্শনের পর কলকাতায় এসে ওই গোয়েন্দা টিমের সদস‌্যরা একটি বৈঠকে এই প্রশংসা করেছেন বলে গোয়েন্দা সূত্রের খবর।

Advertisement

সূত্রের খবর, কিছুদিন আগেই দিল্লি থেকে ওই টিম হাজির হয় কলকাতায়। শহর থেকে সীমন্তবর্তী এলাকার কয়েকটি জেলা পরিদর্শন করেন টিমের সদস‌্যরা। তাঁদের মূলত নজর ছিল জেলাগুলির বাংলাদেশ সীমান্তে। বিশেষ করে যে সীমন্তবর্তী এলাকাগুলিতে এখনও কাঁটাতারের বেড়া নেই, সেই জায়গাগুলি তাঁরা পরিদর্শন করেন। এর মধ্যে অনেক জায়গায় কাঁটাতারের বেড়া লাগানোর পরিকল্পনা করা হয়েছে। আবার কয়েকটি সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। কিন্তু অনুপ্রবেশের চেষ্টার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে। টিমের সদস‌্যরা জানতে পারেন, শুধু যে সীমান্তেই এই অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে, এমনটা নয়। রাজ‌্য পুলিশের হাতে বিভিন্ন গ্রাম থেকেও গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। আবার গত কয়েক মাসে পুলিশের হাতেই রাজ্যের একাধিক জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে জঙ্গিরা।

সূত্রের খবর, দিল্লির ওই টিম কলকাতায় এসে গোয়েন্দা সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। সেখানেই ওই টিমের সদস‌্যরা নিজেদের মতামত জানিয়েছেন। তাঁদের মতে, দেশের সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সি তথা বাহিনী ও রাজ‌্য সরকারের পুলিশ একসঙ্গেই ভাল কাজ করেছে। অনুপ্রবেশ ঠেকানোর জন‌্য পুরো সীমান্তজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া অত‌্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেড়ার জন‌্য জমি পাওয়ার ক্ষেত্রেও কেন্দ্রীয় এজেন্সি আলোচনা করে। যদিও সূত্রের খবর, কেন্দ্রীয় এই টিমের সদস‌্যরা গোয়েন্দাকর্তাদের জানিয়েছেন, রাজ্যের তরফে জেলাগুলির প্রশাসনিক ও পুলিশকর্তারা কেন্দ্রীয় এজেন্সিকে সাহায‌্য করেছেন। যাতে কাঁটাতারের বেড়ার জন‌্য জমির সমস‌্যা না হয়, সেই ব‌্যবস্থা করে দিয়েছে রাজ‌্য প্রশাসন। এই ব‌্যাপারে রাজ‌্য প্রশাসনের সঙ্গে বিএসএফ ও কেন্দ্রীয় এজেন্সিগুলি বৈঠকও করেছে বলে অভিমত কেন্দ্রীয় টিমের সদস‌্যদের।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখেছে রাজ্য সরকার ও রাজ্য পুলিশ।
  • রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা কেন্দ্রীয় সরকারের বিশেষ গোয়েন্দা টিমের।
  • রাজ‌্য পুলিশের হাতে বিভিন্ন গ্রাম থেকেও গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের।
Advertisement