shono
Advertisement
CPM

উপনির্বাচনে ISF-এর সঙ্গে জোট, ৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা বামেদের

হাড়োয়া আসনটি ছাড়া হয়েছে ISF-কে।
Published By: Tiyasha SarkarPosted: 08:52 PM Oct 21, 2024Updated: 08:37 AM Oct 22, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আসন্ন উপনির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করল বামেরা। পাঁচটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল লালশিবির। হাড়োয়া আসনটি ছেড়েছে ISF-কে। তবে ওই আসনে প্রার্থী কে হবে তা এখনও জানা যায়নি।

Advertisement

লোকসভা নির্বাচনে বামেদের হাত ধরেনি ISF। বরং আক্রমণ-পালটা আক্রমণের পথেই হাঁটতে দেখা গিয়েছিল তাঁদের। তবে উপনির্বাচনে দেখা গেল অন্য রসায়ন। হাড়োয়া অর্থাৎ প্রয়াত প্রাক্তন বিধায়ক হাজি নুরুলের আসনটি আইএসএফ-কে ছাড়ল বামেরা। সোমবার সন্ধেয় পরিকল্পনামাফিক বাকি পাঁচটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে আলিমুদ্দিন।

সিতাই- AIFB - অরুণকুমার বর্মা
মাদারিহাট- RSP- পদম ওঁরাও
নৈহাটি- CPI (ML)- দেবজ্যোতি মজুমদার
মেদিনীপুর- CPI- মণিকুন্তল খামরুই
তালড্যাংরা- CPI (M)-দেবকান্তি মোহান্তি

প্রার্থী তালিকা ঘোষণা হতেই স্পষ্ট হয়ে গেল, হচ্ছে না বাম-কংগ্রেস জোট। তবে জানা গিয়েছ, এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ফোন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। জানান, এবার তাঁরা নিজেদের মতো করে লড়তে চাইছেন। তবে কংগ্রেসকে কোনওভাবেই আক্রমণ করা হবে না। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, তিনি ভেবেছিলেন আরও আগেই বামেদের তরফে বিষয়টি জানানো হবে। তবে তাঁরাও নিজেদের শক্তিপরীক্ষায় প্রস্তুত। একদিকে আর জি কর আন্দোলন আদৌ বামেদের হারানো মাটি পুনরুউদ্ধারের দিকে এগিয়ে দিতে পারছে কি না, ২৬ এর নির্বাচনের আগে তা একবার পরখ করে দেখতে চাইছে আলিমুদ্দিন। আবার কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ২৬-এর জোটের রাস্তাও তাঁরা খোলা রাখতে চাইছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসন্ন উপ নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণা করল বামেরা।
  • পাঁচটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল লালশিবির।
  • হাড়োয়া আসনটি ছেড়েছে ISF-কে। তবে ওই আসনে প্রার্থী কে হবে তা এখনও জানা যায়নি।
Advertisement