shono
Advertisement
Dilip Ghosh Wedding

'দাবাং' দিলীপের ঘরনি হচ্ছেন মা রিঙ্কু, কী প্রতিক্রিয়া ছেলের?

বিয়েতে দিলীপ ঘোষের তরফে থাকবেন শুধুমাত্র তাঁর মা।
Published By: Tiyasha SarkarPosted: 03:13 PM Apr 18, 2025Updated: 06:24 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রের বিকেলেই বঙ্গ বিজেপি দাপুটে নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মা রিঙ্কু মজুমদার। এই বিয়ে নিয়ে কী মত ছেলের? দিলীপের হবু ঘরনি জানালেন, "উনি এত ডিজার্ভিং, ছেলে ভীষণই খুশি।"

Advertisement

জীবনের ষাট বসন্ত পার করেছেন একাই। বঙ্গ বিজেপির সেই রঙিন চরিত্র দিলীপ ঘোষ শুক্রবার আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে। সংঘের প্রচারক থেকে সংসার জীবনে কীভাবে? নানামহলে চলছে নানারকম চর্চা। তবে সবকিছুকে 'ডোন্ট কেয়ার' বলে সকাল থেকেই বিয়েতে ব্যস্ত দিলীপ। সাজসাজ রব মজুমদার বাড়িতেও। পার্লারে সাজছেন কনে রিঙ্কু। তারই ফাঁকে আরও একবার জানালেন কীভাবে দানা বাঁধল সম্পর্ক। কে প্রথম প্রস্তাব দিয়েছিলেন, মায়ের এই সিদ্ধান্তে ছেলেরই কী মত।

রিঙ্কু জানিয়েছেন, তিনিই বিয়ের প্রস্তাব দিয়েছেন দিলীপকে। বুঝিয়েছেন বিয়ের প্রয়োজনীয়তা। বিজেপি নেতা যদিও এককথায় মোটেই রাজি হননি বিয়েতে। তিন মাস সময় নিয়েছেন তিনি। শেষে যদিও হ্যাঁ-ই বলেছেন। বাকি রইল পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী ছেলের কথা। রিঙ্কুর কথায়, "উনি এত ডিজার্ভিং, ছেলে ভীষণই খুশি।" তবে মায়ের বিয়েতে থাকতে পারছেন না ছেলে প্রীতম। তিনি জানান, তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করেন, বিশেষ ছুটি পান না। তাই গুড ফ্রাইডের ছুটি কাটাতে কলকাতার বাইরে গিয়েছেন। 

প্রসঙ্গত, দিলীপের বিয়ে (Dilip Ghosh Wedding) নিয়ে নানামহলে নানামত। তবে দল কী বলছে? সুকান্ত এদিন জানান,  “এর আগে বহু রাজনৈতিক ব্যক্তিতের বিয়ে দেখেছেন। বিয়েতে অস্বাভাবিক কিছু নেই। অনেক নেতাই বেশি বয়সে বিয়ে করেছেন। ওনাদের আগামী জীবন ভালো হোক। আমরা শুভেচ্ছা জানিয়েছি। একেবারে ঘরোয়াভাবে বিয়ে হবে।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রের বিকেলেই বঙ্গ বিজেপি দাপুটে নেতা দিলীপ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন মা রিঙ্কু মজুমদার।
  • এই বিয়ে নিয়ে কী মত ছেলের? দিলীপের হবু ঘরনি জানালেন, "উনি এত ডিজার্ভিং, ছেলে ভীষণই খুশি।"
Advertisement