shono
Advertisement
Kolkata Police

কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে লুটোপুটি মদ্যপ পুলিশকর্মীর! তারপর...

ব্যাপারটা কী?
Published By: Tiyasha SarkarPosted: 12:58 PM Mar 09, 2025Updated: 12:58 PM Mar 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘড়ির কাঁটা রাত এগারোটা ছুঁইছুঁই। কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে এক পুলিশ কর্মীর কীর্তি দেখে হতভম্ব দশা রোগীর পরিজনরা। কারণ, উর্দিধারী মদ্যপ অবস্থায় রীতিমতো লুটোপুটি খেলেন জরুরি বিভাগের সামনে। কোনওক্রমে তাঁকে ধরে ভিতরে নিয়ে যান সহকর্মীরা। এদিনের এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিল পুলিশের ভূমিকা নিয়ে।

Advertisement

শহরের অন্যতম সরকারি হাসপাতালগুলোর মধ্যে একটি কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে রোগী আসে এখানে। বহু রোগীর পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে থেকে যান। অপেক্ষা করেন সুস্থ করে পরিবারের সদস্যকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার। শনিবার রাতেও কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে বহু রোগীর পরিবারের সদস্যরা ছিলেন। আচমকা জরুরি বিভাগের সামনে নজর পড়তেই হকচকিয়ে যান তাঁরা। দেখেন কলকাতা পুলিশের উর্দি পরা একজন মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছেন। প্রথমে অসুস্থ ভেবে রোগীর আত্মীয়রা কাছে যেতেই বুঝতে পারেন গোটা বিষয়টা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হাসপাতালের দায়িত্বে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা। এরপরই জানা যায়, ওই ব্যক্তির নাম অরুণকুমার দাস। অনুমান, মদ্যপ অবস্থায় কাজে যোগ দিয়েছিলেন অরুণ। শেষমেষ আর নিজেকে সামলাতে পারেননি। তার জেরেই এই ঘটনা। তবে অরুণবাবুর কাণ্ডকারখানায় ফের প্রশ্নের মুখে পুলিশ। কীভাবে অন ডিউটি একজন পুলিশ কর্মী একাজ করতে পারেন, সেই প্রশ্নও উঠেছে। অরুণকুমারের শাস্তির দাবি তুলেছেন রোগীর পরিবারের সদস্যরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘড়ির কাঁটা রাত এগারোটা ছুঁইছুঁই। কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে এক পুলিশ কর্মীর কীর্তি দেখে হতভম্ব দশা রোগীর পরিজনরা।
  • কারণ, উর্দিধারী মদ্যপ অবস্থায় রীতিমতো লুটোপুটি খেলেন জরুরি বিভাগের সামনে। কোনওক্রমে তাঁকে ধরে ভিতরে নিয়ে গেলেন সহকর্মীরা।
  • এদিনের এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দিল পুলিশের ভূমিকা নিয়ে।
Advertisement