shono
Advertisement

Durga Puja 2022: সুখবর! পুজোয় সারারাত বাড়তি ট্রেন চলবে হাওড়া, শিয়ালদহ শাখায়

জেনে নিন কোন শাখায় কত রাত পর্যন্ত ট্রেন মিলবে।
Posted: 09:11 AM Sep 27, 2022Updated: 09:17 AM Sep 27, 2022

সুব্রত বিশ্বাস: দু’বছর ধরে কোভিডের (COVID-19) কোপে অধরা ছিল আনন্দ। তা যে এবার বাঁধভাঙা উচ্ছ্বাসে পরিণত হবে, সে বিষয়ে সম্যক ধারণা রয়েছে প্রশাসনের। পুজোয় (Durga Puja) ভিড় বাড়বে পথঘাটে। রাতভর ঠাকুর দেখার লাইনও বাড়বে। যাতে মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন সেজন‌্য রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। শিয়ালদহ (Sealdah) ডিভিশন সপ্তমী থেকে নবমী প্রতি রাতে কুড়িটি বাড়তি ট্রেন চালানো হবে।

Advertisement

শিয়ালদহ-দমদম-নৈহাটি-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ, রানাঘাট-বনগাঁ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে বাড়তি ট্রেন। একঝলকে দেখে নিন রাতে কখন, কোন শাখায় ট্রেন পাওয়া যাবে – 

  • শিয়ালদহ থেকে রানাঘাট –  শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে
  • রানাঘাট থেকে শিয়ালদহ –  ট্রেন ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে
  • শিয়ালদহ থেকে নৈহাটি – শেষ ট্রেন রাত ১১.৪৫ মিনিট, ২.৩০ মিনিটে
  • নৈহাটি থেকে শিয়ালদহ –  ট্রেন ছাড়বে রাত ১২.২৫, ২.৫৫ মিনিটে
  • শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল –  রাত ১২.৪০ মিনিটে
  • শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল – রাত ১১.৩০মিনিটে
  • বনগাঁ থেকে শিয়ালদহ –  রাত ১১.৫৫ মিনিটে
  • ডানকুনি থেকে শিয়ালদহ – রাত ১২.২৫ মিনিটে
  • রানাঘাট থেকে বনগাঁ ও বনগাঁ থেকে রানাঘাট –  রাত ৯.৫৬ মিনিট, ১০টা
  • শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুর থেকে ট্রেন ৪.৩৮ মিনিট, রাত ১.২৫ মিনিট, ৩.১০ মিনিটে
  • বজবজ থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১২.৩০টায়
  • বজবজের জন‌্য ছাড়বে রাত ১১.৩০টায়
  • শিয়ালদহ থেকে বারুইপুরের মধ্যে ট্রেন চলবে বিকেল ৩.২০, রাত ১২.৩০, ও ২.২০ মিনিটে

[আরও পড়ুন: নিয়োগের দাবিতে ত্রিপুরার রাজপথে শিক্ষকদের বিক্ষোভ, লাঠি-জল কামানে আন্দোলন দমন পুলিশের]

অন্যদিকে, হাওড়া (Howrah) থেকেও নানা ডিভিশনে চলবে বাড়তি ট্রেন –

  • ব‌্যান্ডেল লোকাল ছাড়বে রাত ১২.৪৫ ও রাত ১টা
  • বর্ধমান মেন লাইনে ১.৫১ মিনিটে
  • ব‌্যান্ডেল থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১১টা ও সাড়ে ১১টায়
  • বর্ধমান থেকে রাত সাড়ে ১১টায় ছাড়বে হাওড়াগামী ট্রেন
  • হাওড়া থেকে ছাড়বে কর্ডের ট্রেন রাত ১.১৫ মিনিটে
  • বধর্মান থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়
  • শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন ছাড়বে রাত ১২.২৫ মিনিটে
  • তারকেশ্বর থেকে রাত ১১টার সময় হাওড়াগামী ট্রেন ছাড়বে

[আরও পড়ুন: প্রাথমিক টেটের দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ, ১১ হাজার শূন্যপদে হবে নিয়োগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement