সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও একটি ইস্যু তুলে বিরোধী শিবিরের লাগাতার বিক্ষোভ, সেই ইস্যুতে আলোচনার দাবিতে আমল দিতে নারাজ সরকার। যার জেরে দীর্ঘদিন অচলাবস্থা। বিগত কয়েকটি সংসদ অধিবেশনে এমনই সব দৃশ্যের সাক্ষী থেকেছে দেশ। কিন্তু শীতকালীন অধিবেশন ব্যতিক্রম। বিক্ষোভ হয়েছে, প্রতিরোধ হয়েছে। কিন্তু এসবের মধ্যে কাজও হয়াছে। যা সাম্প্রতিক অতীতে বিরল।
এমনিতে এবার শীতকালীন অধিবেশন ছিল অতি সংক্ষিপ্ত। মাত্র ১৫ দিন কাজ হওয়ার কথা ছিল। সেটাও যে ভণ্ডুল হওয়ার আশঙ্কা ছিল না, তা নয়। বিরোধীরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছিল, SIR নিয়ে আলোচনা চায়। কিন্তু সরকার শুরুতে রাজি ছিল না। শেষে বেগতিক দেখে সরকার পালটা শর্ত দেয় বিরোধী বেঞ্চকে। SIR নিয়ে আলোচনা করতে হলে বিতর্ক হবে বন্দে মাতরম নিয়েও। দু'পক্ষই সেই শর্তে রাজি হয়। সংসদে কাজ শুরু হয়। যাবতীয় যা বিক্ষোভ, প্রতিবাদ বেশিরভাগ সংসদের বাইরে করেন বিরোধীরা। অধিবেশনের ভিতরেও বিক্ষোভ হয়েছে। তবে সেটা সেভাবে নিয়মিত কাজে বাধা হয়ে দাঁড়ায়নি।
হিসাব বলছে, ১৫ দিনের অধিবেশনে সরকার ১০টি বিল পেশ করেছে। সেগুলির মধ্যে আটটি পাশ হয়ে গিয়েছে। 'জি রাম জি', 'শান্তি বিলে'র মতো বিলে বিস্তর বিতর্ক হয়েছে। এমনকী মধ্যরাত পেরিয়েও চলেছে সংসদ। লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল অর্থাৎ যত ঘণ্টা অধিবেশন চলার কথা ছিল, সেটার চেয়ে বেশি হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, লোকসভায় কাজ হয়েছে ১১০ শতাংশ এবং রাজ্যসভায় কাজ হয়েছে ১২১ শতাংশ।
সাম্প্রতিক অতীতে সংসদ যে অচলাবস্থা দেখছে, শাসক-বিরোধী সংঘাতের জেরে দিনের পর দিন অকেজো অধিবেশন দেখেছে, সেখানে ১০০ শতাংশের বেশি কাজ হওয়াটা সত্যিই বিরল। এক্ষেত্রে শাসক-বিরোধী দুই শিবিরই প্রশংসার দাবি রাখে।
