shono
Advertisement

লোকসভার আগে প্রকাশিত খসড়া ভোটার তালিকা, নতুন ভোটার প্রায় পৌনে দু লক্ষ

বহু 'ভুয়ো' ভোটারের নাম বাদও গিয়েছে তালিকা থেকে।
Posted: 06:43 PM Nov 01, 2023Updated: 06:43 PM Nov 01, 2023

সুদীপ রায়চৌধুরী: লোকসভা ভোটের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশন প্রকাশিত খসড়া অনুযায়ী রাজ্যে ভোটার সংখ্যা বাড়ল প্রায় পৌনে দু লক্ষ। তবে একই সঙ্গে ভোটার তালিকা থেকে বহু নাম বাদও গিয়েছে।

Advertisement

আজ থেকেই শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ। তার আগে মঙ্গলবার রাজ্যের মুখ‌্য নির্বাচন কমিশনারের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে ভুয়ো ও মৃত ব‌্যক্তিদের নাম বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির দাবিতে সরব হয়েছিল বিরোধী দলগুলি। তার পরদিনই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হল। এই তালিকা অনুযায়ী রাজ্যে বর্তমানে ভোটারের সংখ্যা ৭ কোটি ৫৩ লক্ষ ৮৬ হাজার ৭২ জন। পুরুষ ভোটার ৩ কোটি ৮৩ লক্ষ ৩১ হাজার ৮৪৬ জন। মহিলা ভোটার ৩ কোটি ৭০ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন।

[আরও পড়ুন: কাঁধে প্রচুর দায়িত্ব, RPF-এর জন্য বিশেষ ছাড়ের ক্যান্টিন চালু করল চিত্তরঞ্জন লোকোমোটিভ]

ওই তালিকা অনুযায়ী, রাজ্যে ভোটারের সংখ্যা বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন। ভোটার তালিকা থেকে প্রচুর নাম বাদও পড়েছে। অনেকের নাম ছিল একাধিক জায়গায়। বহু ক্ষেত্রে সংশোধন হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জন ভোটারের নাম। নতুন নাম উঠেছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮২১ জন ভোটারের নাম উঠেছে তালিকায়। ভোটার সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ জন।

[আরও পড়ুন: বিশ্বভারতীর ফলক বিতর্কে আরও কড়া রাজ্যপাল, ‘অন্যায় বরদাস্ত করা হবে না’, দিলেন হুঁশিয়ারি]

এই খসড়া ভোটার নভেম্বর ও ডিসেম্বর জুড়ে তালিকা সংশোধনের কাজ চলবে। ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনি ও রবিবার বিশেষ ক‌্যাম্প করা হবে। তবে কালীপুজো, দেওয়ালি ও ছট পুজোর জন‌্য ১১, ১২ এবং ১৯ নভেম্বর ক‌্যাম্প করা হচ্ছে না। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ জানুয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার