shono
Advertisement
Bihar

জন্মের জাল শংসাপত্র তৈরিতে বিহার যোগ! চক্রের বড়সড় হদিশ পেল কলকাতা পুলিশ

পাসপোর্টের নথি পরীক্ষার সময়ে ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি নজরে আসে কলকাতা পুলিশের। সেই তদন্তে নেমে হাতে এল সূত্র।
Published By: Sucheta SenguptaPosted: 11:08 AM Mar 04, 2025Updated: 12:10 PM Mar 04, 2025

অর্ণব আইচ: জন্মের জাল শংসাপত্র তৈরি কাণ্ডে ধৃতকে জেরা করে এবার বিহার যোগ পেল পুলিশ। বিহারে ভুয়ো জন্ম সংশাপত্র বা বার্থ সার্টিফিকেট তৈরি হত। মোটা টাকার বিনিময়ে সেখানে এসব সার্টিফিকেট বানানো হয়। এই ঘটনায় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাতে ধৃত লক্ষ্মণ কুমার নামে একজনকে জেরায় এই তথ্য প্রকাশ্যে এসেছে। যা এই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে করছে পুলিশ। এবার এই সূত্র ধরে বিহারে অভিযান চালানোর সম্ভাবনা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের।

Advertisement

সম্প্রতি কলকাতা পুলিশের পাসপোর্ট বিভাগে ৬, ৭ জন আবেদনকারীর নথি যাচাই করার সময় প্রকাশ্যে আসে ভুয়ো জন্ম শংসাপত্রের বিষয়টি। পুলিশ জানতে পারে, এঁরা সকলেই জন্মের শংসাপত্রের যে নথি পেশ করেছে, তা ভুয়ো। এরপর শুরু হয় তদন্ত। লক্ষ্ণণ কুমার নামে একজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। লক্ষ্ণণকে জেরা করেই তার আত্মীয় ও চক্র সম্পর্কে তথ্য হাতে আসে পুলিশের। সামনে আসে বিহার যোগের তথ্য। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত লক্ষ্মণ দাবি করেছেন, তাঁর এক আত্মীয় বিহার থেকে টাকার বিনিময়ে এই জাল বার্থ সার্টিফিকেট তৈরি করিয়ে দিয়েছিল।

এই গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়ে তদন্তকারীদের মনে প্রশ্ন, যে কটি জাল বার্থ সার্টিফিকেট এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, তা সবই কি বিহার থেকে আনা হয়েছে? তার খোঁজ নিচ্ছে পুলিশ। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অনুমান, পাসপোর্ট কেন্দ্রের বাইরে যে সমস্ত দালালরা কাজ করেন, তাদের একাংশ এই চক্রের সঙ্গে জড়িত। তবে লক্ষ্ণণের দেওয়া তথ্য তদন্তের গতি বদলে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জন্মের জাল শংসাপত্র মামলার তদন্তে বড়সড় তথ্য পেল পুলিশ।
  • বিহার থেকে তৈরি হয়েছে এসব জাল সার্টিফিকেট।
  • কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন ধৃতকে জেরা করে এই তথ্য পেয়েছে বলে খবর।
Advertisement