গোবিন্দ রায়: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ডের জেরে ১৩ মার্চ পর্যন্ত এলাকায় কোনও রাজনৈতিক মিছিল করা যাবে না, নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বুধবার সেই নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের বক্তব্য, রায়ের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গত শনিবার ওয়েবকুপার সভার পর, বাম- অতিবাম সংগঠনের পড়ুয়াদের হামলায় আহত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আহত হন কয়েকজন পড়ুয়াও। ঘটনায় সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।
বিশ্ববিদ্যালয়ে 'নৈরাজ্য' চলছে দাবি তুলে রবিবার সকাল ১০ থেকে সুলেখা মোড় থেকে মিছিল করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। হাই কোর্টে মিছিলের বিরোধিতা করে রাজ্য। তবে আদালত সেই মিছিলের রুট পরিবর্তন করার কথা বলে। শেষ পর্যন্ত নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলের নির্দেশ দেওয়া হয়। তখনই আদালত জানায়, ১৩ মার্চ পর্যন্ত যাদবপুরে কোনও রাজনৈতিক দল কোনও কর্মসূচি করতে পারবে না বলে নির্দেশিকা জারি করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বুধবার সেই নির্দেশিকা বাতিল করেন বিচারপতি। আদালতের বক্তব্য, রায়ের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না। এখন থেকে কোনও সংগঠন কিছু করতে চাইলে তা, প্রশাসনকে জানাতে হবে। আগের মতো আবেদন খতিয়ে দেখে প্রশাসন অনুমতির ব্যাপার বিবেচনা করে দেখবে।