shono
Advertisement

স্বাভাবিক অক্সিজেনের মাত্রা, কথাও বলছেন করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য, জানাল হাসপাতাল

৫ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে।
Posted: 01:56 PM May 28, 2021Updated: 02:43 PM May 28, 2021

বুদ্ধদেব সেনগুপ্ত: দিন চারেক হয়ে গেল তিনি হাসপাতালে ভরতি। করোনায় আক্রান্ত শরীর দুর্বল, রয়েছে শ্বাসকষ্টও। তবে চিকিৎসকদের শুশ্রূষায় ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর (Buddhadeb Bhattacharya)। শুক্রবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালের তরফে দেওয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা এখন ৯২ শতাংশ, যা স্বাভাবিক। বাইপ্যাপ চলছে। সামান্য আচ্ছন্নভাব ও শ্বাসকষ্ট থাকলেও তিনি কথা বলছেন। রয়েছে শুকনো কাশিও।

Advertisement

গত ১৮ তারিখ করোনা (Coronavirus) পজিটিভ হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থার অনেকটা অবনতি হওয়া সত্ত্বেও হাসপাতালে যেতে রাজি ছিলেন না তিনি। তাই হোম আইসোলেশনে রেখে চিকিৎসা করানোর ব্যবস্থা হয়। তবে মঙ্গলবার তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা আচমকা অনেকটা কমে যাওয়ায় তড়িঘড়ি নিউ আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভরতি করা হয়। ডাক্তার কৌশিক চক্রবর্তী-সহ ৫ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে। প্রতিদিন দু’বেলা তাঁর শারীরিক পরিস্থিতির খবরাখবর জানাতে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: নারদ কাণ্ডে ধৃত ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট]

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে তরল খাবার খেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, ভাল ঘুম হয়েছে তাঁর। রক্তচাপ স্বাভাবিক।পালস প্রতি সেকেন্ডে ৫৫, প্রস্রাব স্বাভাবিক।এই মুহূর্তে রেমডেসিভির-সহ আরও তিনটি ওষুধ দেওয়া হচ্ছে তাঁকে। এসব নিয়েই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে হাসপাতাল সূত্রে খবর। সামান্য শ্বাসকষ্ট থাকলেও আপাতত স্বাভাবিকভাবেই কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরাদেবীও করোনা পরবর্তী সমস্যা নিয়ে ভরতি হাসপাতালে। দু’জনেরই দ্রুত আরোগ্য কামনা করেছেন দলের কর্মী-সমর্থকরা।

[আরও পড়ুন: পরিত্যক্ত পুকুরের পাশ থেকে উদ্ধার মুণ্ডহীন পচাগলা দেহ, তীব্র চাঞ্চল্য বাঁশদ্রোণীতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement