সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য শাখা সাসপেন্ড করতে পারে না। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের (Birupaksha Biswas) সাসপেনশন প্রত্যাহার করে স্পষ্ট জানাল আইএমএ। অভয়া কাণ্ডের পরই শাস্তি স্বরূপ ওই চিকিৎসককে সাসপেন্ড করেছিল আইএমএ-এর রাজ্য শাখা।
আর জি কর আবহে ভাইরাল ‘হুমকি’র অডিওকে কেন্দ্র করে চর্চায় এসেছিলেন বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। শোনা যাচ্ছিল, ৯ আগস্ট সকালে অর্থাৎ তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন নাকি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সেমিনার হলে উপস্থিত ছিলেন তিনি। এর পর তাঁর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। শোনা যায়, বর্ধমান মেডিক্যাল কলেজে নাকি চলত তাঁর ‘দাদাগিরি’, ‘থ্রেট কালচার’। তার জেরেই স্বাস্থ্যদপ্তর তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে। পরবর্তীতে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল (IMA)-এর রাজ্য শাখা তাঁকে সাসপেন্ড করে।
পরবর্তীতে দিন কয়েক আগে আইএমএর বৈঠকে দেখা যায় বিরূপাক্ষ বিশ্বাসকে। তা নিয়ে নতুন করে বিতর্ক মাথা চাড়া দেয়। এই পরিস্থিতিতে এবার আইএমএ (দিল্লি)-র তরফে সর্বভারতীয় সভাপতি চিঠি দিয়ে জানালেন, তাঁদের রাজ্যশাখার এক্তিয়ার নেই কাউকে সাপপেন্ড করার। সেখানেই বিরূপাক্ষের সাসপেনশন প্রত্যাহারের কথা বলা হয়েছে। অভয়ার সুবিচারের দাবিতে এখনও আন্দোলন চলছে। এই পরিস্থিতিতে আইএমএর সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূরণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।