shono
Advertisement

ফের রাজ্য সফরে জে পি নাড্ডা, পঞ্চায়েত সম্মেলনে যোগ দিতে আসছেন আগামী সপ্তাহে

বিজেপি সর্বভারতীয় সভাপতির সফর নিয়ে কী জানালেন সুকান্ত?
Posted: 06:30 PM Aug 06, 2023Updated: 06:31 PM Aug 06, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পর রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। আগামী সপ্তাহে দু’দিনের জন্য পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক সম্মেলনে যোগ দিতে আসছেন তিনি। তবে বঙ্গ বিজেপির (BJP) সঙ্গে তাঁর বৈঠক কিংবা অন্য কোও দলীয় কর্মসূচি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নাড্ডার সফর নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, কেন্দ্রীয় নেতারা এখন লাগাতার আসবেন। খেলা এখনও অনেক বাকি।

Advertisement

পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপির জেলা পরিষদের সভাধিপতিদের নিয়ে ১২ ও ১‌৩ আগস্ট পঞ্চায়েত সম্মেলন হবে কোলাঘাটে (Kolaghat)। এই সম্মেলনের আয়োজক বঙ্গ বিজেপি হলেও সেখানে রাজ্যের তরফে কেউ অংশ নেবেন না। কারণ, এ রাজ্যে বিজেপির হাতে কোনও জেলা পরিষদ নেই। ফলে সভাধিপতিও নেই। তবে পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের বিজেপি জেলা সভাধিপতিদের নিয়ে এই সম্মেলন। ১২ ও ১৩ তারিখ তাতে যোগ দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ভারচুয়ালি থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (PM Narendra Modi)।

[আরও পড়ুন: ‘না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে’, রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির]

তবে দু’দিনের মধ্যে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে আলাদাভাবে নাড্ডা বৈঠক করবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। রাজ্য বিজেপি নেতৃত্ব সূত্রেও কোনও খবর মেলেনি। যদিও ওয়াকিবহাল মহলের একাংশের মত, চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে সংগঠনের পরিস্থিতি ভালভাবে বুঝে নিতে কেন্দ্রীয় নেতাদের যাতায়াত এই শুরু হল। জে পি নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদিরা আসবেন। আগামী সপ্তাহে পঞ্চায়েত সম্মেলনের ফাঁকেই সময় নিয়ে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারবেন নাড্ডা, দেবেন গুরুত্বপূর্ণ পরামর্শও, এমনই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।

[আরও পড়ুন: ‘দাবিকে সমর্থন করি’, তৃণমূলের অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে জানালেন বিজেপি বিধায়ক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement