‘একই টেপ রেকর্ডার কেন বাজাচ্ছেন?’, এসপি সিনহার মামলায় ফের আদালতের রোষে CBI

02:04 PM Mar 27, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আদালতে ভর্ৎসিত সিবিআই। এসপি সিনহা এবং নীলাদ্রি দাসের মামলায় আদালতের ক্ষোভের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আরও একবার প্রশ্ন তুললেন বিচারক।

Advertisement

সোমবার আরও একবার এসপি সিনহার জেল হেফাজতের আরজি জানায় সিবিআই। তাতেই বিরক্ত হন বিচারক। প্রশ্ন করেন, “একই টেপ রেকর্ডার বাজাচ্ছেন আপনারা? কেন বলছেন জেল হেফাজত চাই?” পালটা সিবিআইয়ের আইনজীবী বলেন, “তদন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাঁকে ছাড়লে তদন্ত প্রভাবিত হতে পারে।” বিচারক বলেন, “গুরুত্বপূর্ণ বলেই তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত করতে না পারলে ছেড়ে দিন।” উল্লেখ্য, এর আগেও এসপি সিনহার প্রসঙ্গ নিয়ে আদালতে ক্ষোভের মুখে পড়ে সিবিআই। কেন শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নেওয়া হল না, সেই প্রশ্ন করেছিলেন বিচারক।

[আরও পড়ুন: ছেলের অন্নপ্রাশনের টাকা নিয়ে উধাও ক্যাটারার, প্রতারিত চিকিৎসক সেলের তৃণমূল নেতা]

পাশাপাশি, হেফাজত শেষে এদিন ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার আধিকারিক নীলাদ্রি দাসকে আদালতে তোলা হয়। ওই মামলাতেও বিচারকের ক্ষোভের মুখে পড়ে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন, নীলাদ্রি তদন্তে সহযোগিতা করছেন না। সেকথা শুনে বিরক্ত হন বিচারক। তিনি বলেন, “নীলাদ্রি সহযোগিতা না করলে তথ্য পাচ্ছেন কীভাবে? আপনি কি জ্যোতিষী?” আপাতত নীলাদ্রি দাসের মামলার শুনানি চলছে। সওয়াল জবাব শেষে তাঁর ভাগ্য নিশ্চিত হবে।

Advertising
Advertising

[আরও পড়ুন: কৌস্তভের গ্রেপ্তারি মামলায় পুলিশ কমিশনারের রিপোর্ট ‘গ্রহণযোগ্য নয়’, ক্ষুব্ধ বিচারপতি মান্থা]

Advertisement
Next