shono
Advertisement
Kolkata Police

কোটি টাকার প্রতারণা করে মিসিং ডায়েরির নাটক! পানশালায় ঢুকতেই গ্রেপ্তার জালিয়াত

শেক্সপিয়র সরণি এলাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি।
Published By: Suhrid DasPosted: 01:56 PM Apr 21, 2025Updated: 02:36 PM Apr 21, 2025

অর্ণব আইচ: ভুয়ো নথি দেখিয়ে কোটি টাকার জালিয়াতি। আর সেই জালিয়াতির একটি অংশ পানশালায় মদ আর সুন্দরী গায়িকাদের পিছনে ওড়াতেন ওই ব‌্যক্তি। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরই গা ঢাকা দিয়ে পরিবারের লোকেদের দিয়ে মিসিং ডায়েরিও করান থানায়। আর তাতেই সন্দেহ হয় পুলিশের। কারণ, অভ‌্যাস যে পাল্টায়নি তাঁর। ‘নিখোঁজ’ থাকাকালীন রাতে লুকিয়ে মধ‌্য কলকাতার একটি পানশালায় যাওয়ার ছক কষছিলেন তিনি। যদিও সেই পানশালার দরজার কাছ থেকেই পুলিশের জালে ধরা পড়ে যান ওই জালিয়াতির অভিযুক্ত।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব‌্যক্তির নাম সন্দীপ ভাটিয়া। শেক্সপিয়র সরণি এলাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। মূলত সংস্থার তহবিল দেখভালের ভার ছিল তাঁর উপর। সংস্থার পাওনাদারদের টাকা দেওয়ার দায়িত্বও ছিল তাঁর উপর। অভিযুক্ত পাওনাদারদের আংশিক টাকা দিয়ে বাকি টাকা হস্তগত করতে শুরু করেন। পাওনাদারদের অ‌্যাকাউন্টে টাকা পাঠানোর বদলে নিজের একটি বেনামি অ‌্যাকাউন্টে ওই টাকা পাঠাতে শুরু করেন সন্দীপ। অভিযোগ, এভাবে ১ কোটি ১০ লাখ টাকা সরিয়ে ফেলেন ওই ব‌্যক্তি। মার্চ মাসে সংস্থার অডিট হওয়ার সময় এই তছরুপের বিষয়টি সামনে আসে। এই ব‌্যাপারে কর্তৃপক্ষ সন্দীপকে জিজ্ঞাসা করেও কোনও সদুত্তর পায়নি।

তাই সন্দীপের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত করতে শুরু করে। পুলিশ আধিকারিকরা জানতে পারেন যে, ওই ব‌্যক্তিটি নিজের ওই অ‌্যাকাউন্টে তছরুপের ৯৭ লক্ষ টাকা জমিয়েছেন। বাকি টাকার বড় একটি অংশ উড়িয়েছেন পানশালায়। গত শুক্রবার সন্দীপ অফিসে গিয়ে জানতে পারেন যে, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এরপর তিনি অফিস থেকে বেরিয়ে যান। শনিবার সকালে হুগলির হিন্দমোটর থেকে এসে সন্দীপের পরিবারের লোকেরা শেক্সপিয়র সরণি থানায় এসে জানান, সন্দীপ সারারাত বাড়ি ফেরেননি। অফিস থেকে কোথায় গিয়েছেন, তাঁরা জানেন না। তার ভিত্তিতে মিসিং ডায়েরিও করা হয়। এর মধ্যেই পুলিশ জানতে পারে যে, প্রায়ই অফিস থেকে বেরিয়ে পানশালায় যেতেন তিনি। সেখানে মদ‌্যপান ছাড়াও পানশালার গায়িকাদের পিছনেও টাকা ওড়াতেন তিনি। সেই সূত্র ধরে শনিবার রাতে মধ‌্য কলকাতার হেয়ার স্ট্রিট এলাকার বিভিন্ন পানশালার উপর পুলিশ আধিকারিকরা নজরদারি শুরু করেন। বেশি রাতে দেখা যায়, সবার নজর এড়ানোর চেষ্টা করে একটি পানশালায় ঢুকছেন সন্দীপ। যদিও পানশালায় প্রবেশের আগেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভুয়ো নথি দেখিয়ে কোটি টাকার জালিয়াতি। আর সেই জালিয়াতির একটি অংশ পানশালায় মদ আর সুন্দরী গায়িকাদের পিছনে ওড়াতেন ওই ব‌্যক্তি।
  • পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরই গা ঢাকা দিয়ে পরিবারের লোকেদের দিয়ে মিসিং ডায়েরিও করান থানায়।
  • আর তাতেই সন্দেহ হয় পুলিশের। কারণ, অভ‌্যাস যে পাল্টায়নি তাঁর।
Advertisement