shono
Advertisement
Sealdah

টানা ৫২ ঘণ্টা কাজ চলবে শিয়ালদহ দক্ষিণ শাখায়, বহু লোকালের যাত্রাপথ বদল, ভোগান্তির আশঙ্কা

বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।
Published By: Tiyasha SarkarPosted: 10:13 AM Jan 31, 2025Updated: 10:13 AM Jan 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলবে নন ইন্টারলকিংয়ের কাজ। শুক্রবার রাত থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার বহু ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা ভেবে কিছু স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করাও হচ্ছে বলে খবর। কিন্তু তাতেও ভোগান্তির আশঙ্কা থাকছেই।

Advertisement

রেল সূত্রে খবর, শিয়ালদহ দক্ষিণ শাখার বালিগঞ্জ ও কাঁকুড়গাছিতে নন ইন্টারলকিংয়ের কাজ হবে। শুক্রবার রাত ১১টা বে ৫৯ মিনিটে শুরু হবে কাজ। চলবে সোমবার ভোর পর্যন্ত। এই কাজের কারণে বজবজ লাইনের ট্রেনগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে শিয়ালদহের দিকে। ফলে যাত্রীদের শিয়ালদহ থেকে ট্রেন পরিবর্তন করে যেতে হবে দক্ষিণ শাখায়। ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা বা ক্যানিং যাওয়ার লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ফলে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।

নৈহাটি-মাঝেরহাট লোকালগুলোকে চক্ররেলের লাইনে ঘুরিয়ে দেওয়া হবে বলে খবর। পাশাপাশি কিছু স্পেশ্যাল ট্রেন চলবে। বিকেল ৫টা ৪৩ মিনিটে শিয়ালদহ থেকে বারুইপাড়ার উদ্দেশে একটি স্পেশ্যাল ট্রেন রওনা দেবে। বিকেল সাড়ে ৫টায় বজবজ থেকে রওনা দিয়ে একটি স্পেশ্যাল ট্রেন, সেটি নিউ আলিপুর পর্যন্ত যাবে। নিউ আলিপুর থেকে বজবজের উদ্দেশে একটি স্পেশ্যাল ট্রেন ছাড়বে রাত ৮টা বেজে ১২ মিনিটে। ফলে সবমিলিয়ে যাত্রীদের খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছে রেল। জানা দিয়েছে, শিয়ালদহ মেইন ও বনগাঁ শাখাতেও চলবে স্পেশ্যাল ট্রেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলবে নন ইন্টারলকিংয়ের কাজ। শুক্রবার রাত থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার বহু ট্রেনের যাত্রাপথ বদল করা হচ্ছে।
  • বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে।
  • পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা ভেবে কিছু স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করাও হচ্ছে বলে খবর। কিন্তু তাতেও ভোগান্তির আশঙ্কা থাকছেই।
Advertisement