shono
Advertisement
Mamata Banerjee

SIR আবহে সোমবারই জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়! সময় দিল কমিশন

Gyanesh Kumar: তৃণমূলের ১৫ জনের প্রতিনিধিদলকে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।
Published By: Kousik SinhaPosted: 05:07 PM Jan 28, 2026Updated: 08:14 PM Jan 28, 2026

বাংলায় চলা SIR প্রক্রিয়ায় ত্রুটির কথা উল্লেখ করে জাতীয় নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও চিঠিরই উত্তর পাননি! এবার সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে তৃণমূল নেত্রীর! জানা যাচ্ছে, আগামী সোমবার অর্থাৎ ২রা ফেব্রুয়ারি বিকেল চারটেয় তৃণমূলকে সময় দিয়েছে কমিশন। আর তা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেওয়া হয়েছে কমিশনের তরফে। যেখানে তৃণমূল নেত্রী-সহ ১৫ জনের প্রতিনিধিদলকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

SIR আবহে আজ, বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সিঙ্গুরের সভা শেষ করার পরেই দিল্লি উড়ে যাবেন বলেও ঠিক ছিল। কিন্তু এদিন সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর খবর আসতেই জাতীয় রাজনীতিতে শোকের ছায়া। ঘটনায় শোকস্তব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই অবস্থায় দিল্লি সফর পিছনোর কথা জানান তিনি। শোনা যাচ্ছিল, আগামিকাল বৃহস্পতিবার দিল্লি উড়ে যেতে পারেন। কিন্তু সিঙ্গুরের সভা থেকে এসআইআর নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''আজ নয়, কাল দিল্লি যাবই। আপনারা মানুষের অধিকার কাড়বেন। হতে দেব না। দরকারে আমি কোর্টে যাব।''

শুধু তাই নয়, যেভাবে এসআইআরের নামে শুনানিতে ডেকে মানুষকে হয়রানি করা হচ্ছে তা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''আমাদের এক বিধায়ক বলছিল, মুসলিম বলে ডেকে পাঠিয়েছে। শশীকে ডেকেছে। জয় গোস্বামীকে ডেকেছে।'' এই বিষয়ে নাম না করে বিজেপিকে তোপ দেগে তিনি জানান, "লুঠেরাদের পার্টি, ঝুটেরাদের পার্টি। ছেড়ে দেব না। চলবে না অন্যায়। অপেক্ষা কর।" তাৎপর্যপূর্ণভাবে এদিনই তৃণমূলকে সময় দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, সোমবার সকালেই দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, এসআইআরে নিহতদের পরিবারদেরও দিল্লি নিয়ে গিয়ে প্রতিবাদে শামিল করা হতে পারে। ভোটার তালিকায় ‘মৃত’দের মঞ্চে হাজির করে শোরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কোনও কর্মসূচি হলে এদেরও শামিল করা হতে পারে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement