shono
Advertisement
Newtown

দিনের পর দিন তোলাবাজি, ধারে বিরিয়ানি! বিনা পয়সায় ১০ প্যাকেটের দাবি, রাজি না হওয়ায় দোকানিকে 'মার' দুষ্কৃতীর

পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 09:50 AM Mar 12, 2025Updated: 10:20 AM Mar 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরিয়ানি খেয়ে টাকা না মেটানোর অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার রাতেও ওই একইভাবে টাকা না দিয়ে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। বেঁকে বসেন ওই ব্যবসায়ী। আর তার জেরেই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন তিনি। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হল। ভাঙা হল দোকান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউটাউন সাপুরজি এলাকায়। পুলিশ ওই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় রূপম বিশ্বাসের বিরিয়ানির দোকান দীর্ঘদিনের। এলাকারই দুষ্কৃতী বলে পরিচিত অজয় সর্দার নামে এক যুবক। মাঝেমধ্যেই তিনি ওই দোকানে চড়াও হন। টাকা না দিয়েই বিরিয়ানি নিয়ে যাওয়া হয়। টাকা দাবি করলেও কোনওদিনই দাম মেটানো হয় না। শুধু তাই নয়, মাঝেমধ্যেই দোকানে চড়াও হয়ে টাকা দাবি করা হয়। হুমকি দিয়ে তোলাবাজিও চলছিল। অনিচ্ছা সত্ত্বেও ওই রূপম বিশ্বাসকে বিরিয়ানি ও তোলাবাজির টাকা দিতে হত। বছর খানেক ধরেই চলে আসছিল এই ঘটনা।

মঙ্গলবার রাতে ফের ওই দুষ্কৃতী দোকানে যান। ১০ প্লেট বিরিয়ানি দিতে বলা হয়। কিন্তু টাকা না দিতে বিরিয়ানি মিলবে না। সাফ সেই কথা জানিয়ে দেন ব্যবসায়ী। তারপরই হুজ্জুতি শুরু করেন অজয় সর্দার। ওই ব্যবসায়ীকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয়। উইকেট দিয়ে ওই ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। দোকানেও ভাঙচুর চলে। পরে ওই দোকানিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি ভর্তি রয়েছেন। রাতেই টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরিয়ানি খেয়ে টাকা না মেটানোর অভিযোগ দীর্ঘদিনের।
  • মঙ্গলবার রাতেও ওই একইভাবে টাকা না দিয়ে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল।
  • বেঁকে বসেন ওই ব্যবসায়ী। আর তার জেরেই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন ওই ব্যবসায়ী।
Advertisement