shono
Advertisement
Bidhan Nagar

দুই শিশুকে রাস্তায় ফেলে উধাও মা! অমানবিক ছবি বিধাননগরে

ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Suhrid DasPosted: 01:15 PM Feb 04, 2025Updated: 01:15 PM Feb 04, 2025

বিধান নস্কর, বিধাননগর: অমানবিক ছবি খাস কলকাতার কাছে বিধাননগরে। দুই নাবালক সন্তানকে রাস্তায় ফেলে রেখে উধাও মা! মঙ্গলবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিধাননগর উত্তর থানার পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে গিয়েছে। দুই খুদের পরিচয় ও বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সামনে এদিন সকাল আটটা নাগাদ দুই শিশুকে দেখতে পাওয়া যায়। উদ্দেশ্যহীনভাবে তারা ঘোরাঘুরি করছিল। কখনও চুপচাপ বসেছিল। পথচলতি মানুষজন ও স্থানীয়দের তাদের দেখে সন্দেহ হলে শুরু হয় জিজ্ঞাসাবাদ। কোনও কিছুই তারা বলতে পারেনি। চোখমুখে ভয়ের ছাপ বেশ স্পষ্ট। কেবল জানিয়েছে, তারা সম্পর্কে ভাই-দিদি। তাদের আনুমানিক বয়স ছয় থেকে আট বছরের মধ্যে।

স্থানীয়রাই তাদের খাবার ও পানীয় জলের বোতল দেন। কিন্তু তারা কোনও কিছুই মুখে তোলেনি। বাধ্য হয়ে স্থানীয়রাই থানায় খবর দেন। বিধাননগর উত্তর থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয়রা জানাচ্ছেন, দুই শিশুকে গত দুদিন ধরে একজন মহিলার সঙ্গে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এদিন সকাল থেকে ওই মহিলাকে আর দেখা যাচ্ছে না।

পুলিশ কেবল জানতে পেরেছে, দুই শিশু তাদের মায়ের সঙ্গে সেখানে গিয়েছিল। তাদের নাম, বাড়ির ঠিকানা কিছুই বলছে না। তাদের সঙ্গে একটি বড় কালো ব্যাগ রয়েছে। সেটির ভিতর কী রয়েছে, তাও পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। ওই এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ অফিস আছে। নিরাপত্তার কড়াকড়িও থাকে। সেখানে কীভাবে লোকজনের নজর এড়িয়ে দুই শিশুকে এভাবে ছেড়ে যাওয়া সম্ভব? সেই প্রশ্নও উঠে আসছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুই শিশু ট্রমার মধ্যে রয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুই নাবালককে বিধাননগরের রাস্তায় উদ্ধার করা হল।
  • উদ্দেশ্যহীনভাবে তারা ঘোরাঘুরি করছিল।
  • স্থানীয়দের তাদের দেখে সন্দেহ হলে শুরু হয় জিজ্ঞাসাবাদ।
Advertisement