shono
Advertisement
NWC

‘নিরাপত্তা সুনিশ্চিত করুন’, মুর্শিদাবাদ ঘুরে রাজ্যপালের কাছে আবেদন জাতীয় মহিলা কমিশনের

দিল্লি ফিরে বিস্তারিত রিপোর্ট পেশ করবে জাতীয় মহিলা কমিশন।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:01 PM Apr 20, 2025Updated: 09:01 PM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে গত সপ্তাহে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিবাদে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ, মালদহের দু-একটি জায়গা। পরে পুলিশের সক্রিয়তায় অবশ্য পরিস্থিতি শান্ত হয়। তবে তারপরও সাধারণ মানুষের মনে নিরাপত্তা নিয়ে চিন্তা দূূর হয়নি। এই পরিস্থিতিতে গত  দু'দিন ধরে জেলাগুলির স্পর্শকাতর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। রবিবার এনিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তাঁরা। পরিদর্শনের ভিত্তিতে প্রাথমিক একটি রিপোর্ট তুলে দেওয়া হয় সিভি আনন্দ বোসের হাতে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকা।

Advertisement

রাজ্যপালের সঙ্গে দেখা করে কমিশনের চেয়ারপার্সন বলেন, "ওই এলাকার মহিলা এবং শিশুদের পরিস্থিতি নিয়ে রাজ্যপালকে জানিয়েছি। পরিস্থিতি খুবই ভয়ংকর। যত দ্রুত সম্ভব মহিলা, শিশু-সহ স্থানীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যপালকে আবেদন জানানো হয়েছে। "

রাজ্যপালের সঙ্গে দেখা করার আগে কলকাতার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন কমিশনের চেয়ারপার্সন।সেখানে তিনি দাবি করেন, “পরিস্থিতি খুবই ভয়ংকর। যা দেখলাম ভুলতে পারব না। পরিস্থিতি খুব খারাপ।” বিজয়ার কথায়, “চারিদিকে শুধু সাধারণ মানুষের হাহাকার। ঘরবাড়ি পুড়ে গিয়েছে। ঘরছাড়ারা প্রশ্ন করছে আমাদের কী দোষ?'' কমিশনের চেয়ারপার্সন আরও জানান, দিল্লি ফিরে বিস্তারিত রিপোর্ট পেশ করা হবে। রাজ্য সরকারকেও রিপোর্ট দেওয়া হবে।

শনিবারই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপি এবং আরএসএসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে বিজয়ার আবেদন, “এই ঘটনা নিয়ে রাজনীতি করবেন না।” এদিকে মহিলা কমিশনের রাজ্য সফর নিয়ে তাঁদের কটাক্ষ করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি বাংলা শান্তই রয়েছে। হাথরস, মণিপুরের ঘটনায় মহিলা কমিশনকে খুঁজে পাওয়া যায় না বলেও অভিযোগে সরব তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুদিন ধরে হিংসা বিধ্বস্ত মালদহ, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল।
  • রবিবার কলকাতার একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করলেন কমিশনের চেয়ারপার্সন।
  • রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে তাঁদের আবেদন, দ্রুত নিরাপত্তা ফেরাতে হস্তক্ষেপ করুন।
Advertisement