shono
Advertisement
PK Banerjee

পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে পরিচারক 'খুন', গ্রেপ্তার গাড়িচালক

বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে।
Published By: Sayani SenPosted: 11:13 AM Mar 15, 2025Updated: 12:42 PM Mar 15, 2025

দিশা ইসলাম, সল্টলেক: ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। মদের আসরে গাড়িচালকের হাতে খুন কিংবদন্তি ফুটবলারের পরিচারক। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে।

Advertisement

কিংবদন্তি ফুটবলার বেঁচে থাকাকালীন সল্টলেকের জিডি ব্লকের ২৭৩ নম্বর বাড়িতেই থাকতেন। তাঁর প্রয়াণের পর মেয়েরা থাকেন। তবে শুক্রবার ওই বাড়িতে নাকি কেউ ছিলেন না। সেই সুযোগে মদের আসর বসিয়েছিলেন পরিচারক গোপীনাথ প্রহরী এবং গাড়িচালক বরুণ ঘোষ। অভিযোগ, মদ খেতে খেতে বচসায় জড়িয়ে পড়ে তারা। ঝগড়াঝাটির ফাঁকে রান্নাঘরে চলে যায় বরুণ। সেখান থেকে একটি ধারালো ছুরি নিয়ে আসে। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই পরিচারকের উপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে বরুণ। তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে।

ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই পরিচারককে উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। তবে ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গাড়িচালক বরুণ ঘোষকে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শনিবার তাকে আদালতে পেশের কথা। মদের আসরে ঠিক কী নিয়ে অশান্তি হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গাড়িচালক এবং পরিচারকের মধ্যে পুরনো কোনও শত্রুতা ছিল কিনা, সেটিও তদন্তসাপেক্ষ বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে রহস্যের জট খুলতে পারে বলেই অনুমান পুলিশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন।
  • মদের আসরে গাড়িচালকের হাতে খুন কিংবদন্তি ফুটবলারের পরিচারক।
  • বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে।
Advertisement