shono
Advertisement
PM Narendra Modi

২১ জুলাইয়ের আগে রাজ্যে ফের প্রধানমন্ত্রী মোদি, দমদমে হতে পারে সভা

চলতি বছর দক্ষিণবঙ্গে প্রথম সভা মোদির, প্রস্তুতি শুরু বঙ্গ বিজেপিতে।
Published By: Sucheta SenguptaPosted: 07:44 PM Jul 04, 2025Updated: 08:14 PM Jul 04, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: তৃণমূলের শহিদ দিবস, ২১ জুলাইয়ের আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ১৮ তারিখ তাঁরস সম্ভাব্য বাংলা সফর। দমদম কিংবা বারাসতের কোথাও জনসভা হতে পারে।  জানা যাচ্ছে, বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর - এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন মোদি। এসব জায়গার নেতা, কর্মী, সমর্থকরা ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে খবর। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গে তাঁর জনসভা। ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের আগে মোদির এই সভা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ।

Advertisement

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রতিবারের মতো এবারও বাংলা দখলে মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির।  ইতিমধ্যে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল করা হয়েছে। সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা 'আদি' বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর কাছে বড় চ্যালেঞ্জ, আগামী বিধানসভা ভোটে পদ্মশিবিরের ঝুলিতে আরও বেশ কিছু আসন নিয়ে আসা। 

এর আগে  মে মাসে আলিপুরদুয়ারে জনসভা করে মোদি আগামী নির্বাচনে রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়েছিলেন। সেই থেকেই গুঞ্জন ছিল, এবার দক্ষিণবঙ্গ সফরে কবে আসবেন তিনি।  সেই গুঞ্জন সরিয়ে এবার বিজেপি সূত্রে খবর,  আগামী ১৮ জুলাই ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। দমদম সেন্ট্রাল জেলের মাঠে অথবা বারাসতের কোথাও জনসভা হতে পারে। দক্ষিণবঙ্গের এমনিতে পদ্ম ব্রিগেড সাংগঠনিকভাবে দু্র্বল। এখানে বিজেপির জেতা আসন সংখ্যা কম। তাই আসন্ন সফরে দলকে চাঙ্গা করতে ভোকাল টনিক দিতে চলেছেন প্রধানমন্ত্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২১ জুলাইয়ের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি।
  • সূত্রের খবর, ১৮ তারিখ আসছেন রাজ্যে, দমদম বা বারাসতে জনসভা হতে পারে।
Advertisement