shono
Advertisement
Kolkata

দুষ্কর্মে বাধা, শহরে কর্তব্যরত দুই পুলিশের উপর ছুরি হাতে হামলা দুষ্কৃতীর

দুজনকেই ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
Published By: Amit Kumar DasPosted: 12:13 AM Jun 08, 2025Updated: 12:13 AM Jun 08, 2025

অর্ণব আইচ: কর্তব্যরত অবস্থায় দুই পুলিশকর্মীর উপর হামলা। দুষ্কর্মে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীর ছুরিতে আহত হলেন এক পুলিশ অফিসার ও এক পুলিশকর্মী। শনিবার রাতে উত্তর বন্দর থানায় এলাকায় ঘটেছে এই ঘটনা। দুষ্কৃতীর ছুরির আঘাতে রীতিমতো আহত হয়েছেন সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল। দুজনকেই ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement

পুলিশ জানিয়েছে, গঙ্গার কাছেই ফুলের বাজারে ডিউটি করছিলেন থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পার্থ চন্দ্র ও কনস্টেবল সুখেন্দু মাঝি। এলাকার এক দুষ্কৃতী সুলতানকে দুজন লোহার রড নিয়ে ঘুরে বেড়াতে দেখেন। পুলিশের ধারণা হয়, নেশাগ্রস্ত অবস্থায় সে কারও উপর হামলা চালানোর ছক কষছিল। তাই তার হাত থেকে রডটি কেড়ে নেন পুলিশকর্মীরা। এরপর সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ পুলিশকর্মীরা ডিউটি সেরে ফেরার সময় সেই ঘটনার শোধ তুলতে হামলা চালায় সুলতান। ধারালো অস্ত্র বের করে দুজনের উপর হামলা চালায়।

এই অতর্কিত হামলায় পার্থবাবুর মুখের একাধিক জায়গা ক্ষতবিক্ষত হয়। আহত হন অন্য পুলিশকর্মীও। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁদের ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত সুলতান পেশায় ফুল ব্যবসায়ী। ওই এলাকাতেই বেশিরভাগ সময় নেশা করে পড়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। সুলতানকে আগেও ওই এলাকায় হাতে লোহার রড নিয়ে ঘুরতে দেখেছেন বলে জানিয়েছেন এক কনস্টেবল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কর্তব্যরত অবস্থায় দুই পুলিশকর্মীর উপর হামলা।
  • দুষ্কর্মে বাধা দিতে গিয়ে দুষ্কৃতীর ছুরিতে আহত হলেন এক পুলিশ অফিসার ও এক পুলিশকর্মী।
  • শনিবার রাতে উত্তর বন্দর থানায় এলাকায় ঘটেছে এই ঘটনা।
Advertisement