অর্ণব দাস ও বিধান নস্কর: মেয়ের সুবিচার চেয়ে দিল্লির পথে অভয়ার বাবা-মা। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ রওনা দিলেন। তাঁরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাত করতে চাইলেও সময় মেলেনি। তবে সঠিক তদন্তের দাবিতে এই সফরে সিবিআইয়ের ডিরেক্টর এবং নিজেদের আইনজীবীর সঙ্গে দেখা করবেন আর জি করে নির্যাতিতা তরুণীর বাবা-মা।

এদিন সকাল ৭টা ১০ মিনিট নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দেন অভয়ার বাবা-মা। তাঁদের অভিযোগ, "সিবিআই তদন্তই করছে না। তার সবচেয়ে বড় প্রমাণ, এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি। সুবিচার চাইব আমরা। তদন্ত যাতে ঠিকমতো হয় সেই আবেদন করব।" কথা ছিল, দিল্লিতে গিয়ে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সময় চেয়ে তাঁরা ইমেলও করেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, দ্রৌপদী মুর্মু ব্যস্ত রয়েছেন। সময় দিতে পারবেন না।
সুপ্রিম কোর্টের তাদের আইনজীবীর সঙ্গেও দেখা করার কথা জানান নির্যাতিতার বাবা। এবং তাদের মামলাটি যাতে কলকাতার হাই কোর্টে আসে সেই বিষয়ে আলোচনা করবেন বলেও তিনি জানিয়েছেন। নির্যাতিতার বাবা-মার সঙ্গে দিল্লির যাচ্ছেন, শিয়ালদহ কোর্টের আইনজীবী ছাড়াও চিকিৎসদের একটি টিম।