সুব্রত বিশ্বাস: বড় মাপের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখার লোকাল ট্রেনের অসংখ্য নিত্যযাত্রী। বড় ধরনের নাশকতা ছক রুখে দিলেন শিয়ালদহ দক্ষিণ শাখার রেল কর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার ঢাকুরিয়া স্টেশনের কাছে আপ ও ডাউন লাইনে ১৯টি পেন্ডাল ক্লিপ খোলা অবস্থায় দেখতে পান রেলের গ্যাংম্যানরা। সঙ্গে সঙ্গে লাল পতাকা লাগিয়ে লাইন বন্ধ করে দেন। খবর দেন কাছের সিগন্যাল পয়েন্ট ও স্টেশন মাস্টারকে। দ্রুত বার্তা পৌঁছয় রেলের ট্রাফিক বিভাগেও। শিয়ালদহ দক্ষিণ শাখার আপ ও ডাউন লাইনে সমস্ত ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। বালিগঞ্জ ও যাদবপুর স্টেশনে দাঁড় করানো হয় শিয়ালদহমুখী ও সোনারপুরমুখী লোকাল ট্রেনগুলি। দ্রুত খবর পেয়ে ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার এবং লাইনের গ্যাংম্যানরা। মিনিট পনেরো কুড়ির মধ্যেই রেললাইন মেরামতির কাজ শুরু হয়। পাশাপাশি তদন্তও শুরু করেন রেলের কর্তারা। কিন্তু প্রশ্ন উঠেছে একসঙ্গে ১৯টি পেন্ডাল ক্লিপ কিভাবে, কারা কোন পদ্ধতিতে খুলে ফেলল? কারণ এত দ্রুত এতগুলি পেন্ডাল ক্লিপ খুলতে গেলে উন্নতমানের যন্ত্রের পাশাপাশি দক্ষ রেলকর্মীর প্রয়োজন। এই ষড়যন্ত্রের সঙ্গে রেলের প্রাক্তন বা বর্তমান কর্মীরা কেউ যুক্ত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
[ আরও পড়ুন: টিএমসিপির রক্তদান শিবিরে তারস্বরে বাজছে মাইক, ভোগান্তি স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের ]
ঢাকুরিয়া স্টেশন সূত্রে খবর, সকাল নটা পর্যন্ত ওই লাইনে প্রচুর ট্রেন আপ ও ডাউনে যাতায়াত করেছে। তাহলে ১৯টি পেন্ডাল ক্লিপ কিভাবে খোলা হল? পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী এদিন বেলায় বলেছেন, “ঢাকুরিয়া স্টেশনে পেন্ডাল ক্লিপ খোলা থাকা অবস্থায় কোনও ট্রেন চলে এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। কর্মীদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে শিয়ালদহ শাখা। কিভাবে পেন্ডাল ক্লিপ খোলা হল তা তদন্ত করে দেখা হচ্ছে।”
গত কয়েকদিনের ট্রেনে বিক্ষোভের মধে্যই এমন নাশকতার চেষ্টার ইঙ্গিত পেয়ে রেল কর্মীদের মধে্য চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে দ্রুত চলে আসেন জিআরপি ও আরপিএফ কর্মীরা। প্রায় আধঘণ্টা পর ফের ট্রেন চলাচল শুরু হয়। সাম্প্রতিককালের মধ্যে শিয়ালদহ শাখায় এমন বড় মাপের নাশকতার ছক নজরে আসেনি বলে রেল সূত্রে খবর। স্লিপারের সঙ্গে পেন্ডাল ক্লিপ জুড়ে রেলের লাইনকে মজবুত করা হয়। প্রশ্ন ভোর থেকে ওই লাইন দিয়ে বেশ কয়েকটি ট্রেন গিয়েছে। তখন বিষয়টি ঘটেনি তো? তদন্ত চলছে।
[ আরও পড়ুন: কেষ্টপুর খাল থেকে উদ্ধার টিসিএস কর্মীর দেহ, চাঞ্চল্য মহিষবাথানে ]
The post লাইনের ক্লিপ খুলে নাশকতার চেষ্টা, বড় দুর্ঘটনা এড়াল ঢাকুরিয়া appeared first on Sangbad Pratidin.
