shono
Advertisement
US Attack on Venezuela

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদ, প্ল্যাকার্ড হাতে তিলোত্তমার রাস্তায় SFI-DYFI

তিলোত্তমার বুকে পোড়ানো হয় ট্রাম্পের কুশপুতুল।
Published By: Tiyasha SarkarPosted: 07:23 PM Jan 05, 2026Updated: 08:20 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদ। মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি ধ্বংসের ডাক দিয়ে কলকাতার বুকে বিক্ষোভ মিছিল করল SFI-DYFI। সোমবার বিকেল ৪ টেয় এসপ্ল্যানেড থেকে বিক্ষোভ-মিছিল করে সিপিএমের যুব সংগঠন। হাতে ছিল মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী পোস্টার। তিলোত্তমার বুকে পোড়ানো হয় ট্রাম্পের কুশপুতুলও।

Advertisement

সোমবার তিলোত্তমার বুকে ভেনেজুয়েলা হামলার প্রতিবাদ। ছবি: অরিজিৎ সাহা।

দীর্ঘদিন ধরেই আমেরিকা-ভেনেজুয়েলার মধ্যে সামরিক উত্তেজনা চলছিল। আশঙ্কা সত্যি করে গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া এবং লা গুয়াইরা অঞ্চলে গোলাবর্ষণ করে মার্কিন সেনা। চালানো হয় বিমান হামলা। অন্ধকারে ঢেকে যায় ভেনেজুয়েলা। এরপরই মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিজে যায় মার্কিন সেনা। বর্তমানে তাঁদের রাখা হয় নিউ ইয়র্কের ডিটেনশন সেন্টারে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় মাদুরোকে। বর্তমানে জেলে রয়েছেন তিনি। জানা গিয়েছে, মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানি ও মারণাস্ত্র রাখার মতো বিস্ফোরক অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে মার্কিন আদালতে।

কলকাতায় ভেনেজুয়েলা হামলার প্রতিবাদে সিপিএমের যুব সংগঠন। ছবি: অরিজিৎ সাহা।

ঘটনার পর শনিবার রাতেই শীত উপেক্ষা করে ভেনেজুয়ালার মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিলেন বাংলার কমরেডরা। আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে ওঠেন বঙ্গ সিপিএমের প্রবীণ নেতারা। মশাল হাতে কলকাতার রাজপথে হাঁটেন তাঁরা। হাতে ছিল মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী পোস্টার। সেদিনই জানানো হয়েছিল, আজ অর্থাৎ ৫ জানুয়ারি ধর্মতলায় থেকে আমেরিকা বিরোধী আরও একটি মিছিল বের করা হবে। এদিন পূর্ব ঘোষিত সেই মিছিলেই পা মেলান এসএফআই-ডিওয়াইএফআই-এর কর্মী-সমর্থকরা। বাধা দেয় পুলিশ। ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সিপিএমের যুব সংগঠনের সদস্যরা। মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদ। মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরির ধ্বংসের ডাক দিয়ে কলকাতার বুকে বিক্ষোভ মিছিল করল SFI-DYFI।
  • সোমবার বিকেল ৪ টেয় এসপ্ল্যানেড থেকে বিক্ষোভ-মিছিল করে সিপিএমের যুব সংগঠন।
  • হাতে ছিল মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী পোস্টার। তিলোত্তমার বুকে পোড়ানো হয় কুশপুতুলও।
Advertisement