সুদীপ রায়চৌধুরী: রাজ্যে এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ প্রায় শেষ পর্বে। এনুমারেশন ফর্ম জমা ও আপলোডের কাজ শেষ। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তবে তার আগে নির্বাচন কমিশনে জমা পড়া তথ্য থেকে খানিকটা আন্দাজ করা যায় যে কত সংখ্যক ভোটারের নাম বাদ যেতে পারে। কমিশন সূত্রে খবর, কলকাতার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র, ভবানীপুর থেকে বাদ যেতে পারে প্রাথমিকভাবে প্রায় ৪৫ হাজার নাম। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে নাম বাদ পড়ার আশঙ্কা সাড়ে ১০ হাজার ভোটারের।
তথ্য যাচাই করে নির্বাচন কমিশন সূত্রে যে হিসেব পাওয়া গিয়েছিল তাতে দেখা গিয়েছে ৫৭ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়তে পারে। এই তালিকায় মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটাররা আছেন। এবার বিধানসভাওয়াড়ি সেই হিসেব বিশ্লেষণের কাজ চলছে। কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুরে ভোটার ছিলেন ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ জন। সেই তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে ৪৪ হাজার ৭৮৭ জন ভোটারের। অন্যদিকে, নন্দীগ্রামে ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৭৮ হাজার ২১২ জন। এসআইআরে পূর্ব মেদিনীপুর জেলার এই কেন্দ্রে বাদ পড়ার আশঙ্কা ১০ হাজার ৫৯৯ জনের নাম।
এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে কলকাতা বন্দর, টালিগঞ্জ, বালিগঞ্জ। কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর বাদ পড়তে পারে ৬৩ হাজার ৭৩০ জনের নাম। টালিগঞ্জে এই সংখ্যাটা ৩৫ হাজারের কিছু বেশি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কেন্দ্র দমদম, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিমের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি থেকে কতজন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে, সেই আন্দাজও মিলেছে। এখন ১৬ তারিখ খসড়া তালিকা প্রকাশিত হলেই স্পষ্ট হবে, এই হিসেব কতটা মিলল।
