shono
Advertisement
Jadavpur University

সংবিধান, আম্বেডকর নিয়ে 'অপমানজনক' মন্তব্য, কাঠগড়ায় যাদবপুরের অধ্যাপক!

ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে।
Published By: Suhrid DasPosted: 09:04 PM Dec 12, 2025Updated: 09:04 PM Dec 12, 2025

ধীমান রক্ষিত:  "ভারতীয় সংবিধান টুকরো টুকরো করে ছিঁড়ে জলে ভাসিয়ে দাও। কে এই বাবাসাহেব আম্বেডকর? আজকের দিনে এই সংবিধানের কোন‌ও মূল্য নেই। তোমরা আন্তর্জাতিক বিভাগের পড়ুয়া, আম্বেডকরের প্রস্তাবনা পড়ে কী করবে!" 

Advertisement

দেশের সংবিধান ও সংবিধান প্রণেতা বি আর আম্বেডকরের সম্পর্কে এমনই আপত্তিকর, অপমানজনক মন্তব্যের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে। অরূপ ভট্টাচার্য নামে ওই অধ্যাপকের বিরুদ্ধে ইতিমধ্যেই এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই বিভাগেরই এক ছাত্রী। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “অভিযোগ পেয়েছি। তবে এই মুহূর্তে বাইরে রয়েছি। সব পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে।” বিশ্ববিদ্যালয়ের তরফে জানা গিয়েছে, আগামী সপ্তাহে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই এ ব্যাপারে আলোচনা হবে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্নাতকের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমেস্টারের ওই ছাত্রী ভারতীয় সংবিধান সংক্রান্ত পাঠ্যক্রমের কিছু প্রশ্ন নিয়ে ওই অধ্যাপককে ফোন করেছিলেন। উত্তরে ওই শিক্ষক অসম্মানজনক মন্তব্য করেন বলে অভিযোগ জানিয়েছেন ছাত্রী। শুধু সংবিধান, আম্বেডকর সম্পর্কে আপত্তিকর মন্তব্যই নয়, ওই শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত ক্লাস না করানো, মাঝেমধ্যে বিশ্ববিদ্যালয়ে আসা, জাতপাত নিয়ে কথা বলা, এমনকী দুর্ব্যবহারেরও অভিযোগ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পড়ুয়ারা! যদিও যাবতীয় অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে অভিযুক্ত অধ্যাপককে ফোন করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ তাঁর ফোন বন্ধ ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় সংবিধান টুকরো টুকরো করে ছিঁড়ে জলে ভাসিয়ে দাও।
  • কে এই বাবাসাহেব আম্বেডকর? আজকের দিনে এই সংবিধানের কোন‌ও মূল্য নেই।
  • তোমরা আন্তর্জাতিক বিভাগের পড়ুয়া, আম্বেডকরের প্রস্তাবনা পড়ে কী করবে!”
Advertisement