নব্যেন্দু হাজরা: ফের শিয়ালদহ ডিভিশনে বাতিল জোড়া ট্রেন! চারটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে রেল। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানিয়েছে পূর্বরেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত কাজ চলবে। তার জন্য বাতিল থাকবে ট্রেন। শিয়ালদহ ও বিধাননগর রোড স্টেশনের মাঝে ১ নম্বর ব্রিজে ৫ নম্বর লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
পূর্ব রেল জানিয়েছে ১৫ ডিসেম্বর সোমবার রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৩টে ৩০ মিনিট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তার জন্য ৩১৪৪৭ শিয়ালদহ-নৈহাটি লোকাল ও ৩১৪৫০ নৈহাটি-শিয়াদহ লোকাল বাতিল থাকছে।
পাশাপাশি ১৫ তারিখ সোমবার ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদহ লোকাল দমদম ক্যানটমেন্টে যাত্রা শেষ করবে। সেই দিনই ৩১৫৪২ শান্তিপুর-শিয়ালদহ লোকাল বারাকপুরে যাত্রা শেষ করবে। ১৬ তারিখ মঙ্গলবার ৩১৫১১ শিয়ালদহ-শান্তিপুর লোকাল বারাকপুর থেকে যাত্রা শুরু করবে। সেই দিনই ৩৩৮১৫ শিয়ালদহ-বনগাঁ লোকাল দমদম ক্যানন্টমেন্ট থেকে যাত্রা শুরু করবে। এছাড়াও ১৬ ডিসেম্বর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর ৫৩১৭১ শিয়ালদহ -লালাগোলা প্যাসেঞ্জার ভোর ৩টে ৪৫ মিনিটের পরিবর্তে ৪টে ১৫ মিনিটে ছাড়বে।
