shono
Advertisement
West Bengal Budget

৬০০ স্মার্ট ক্লাসরুম, ১০০ ডিজিটাল ল্যাবরেটরি, মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণে বড় ঘোষণা বাজেটে

মাদ্রাসা শিক্ষায় মোট ৫ হাজার ৬০২.২৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রয়েছে বাজেটে।
Published By: Sayani SenPosted: 10:11 PM Feb 12, 2025Updated: 10:35 PM Feb 12, 2025

স্টাফ রিপোর্টার: মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো আরও আধুনিক এবং পঠনপাঠনের মান উন্নত করার পাশাপাশি স্কুলশিক্ষা, উচ্চশিক্ষা, জনশিক্ষা প্রসারেও বাজেটে কয়েক গুণ আর্থিক বরাদ্দ বাড়ান হয়েছে। বাজেটে ঘোষণা করা হয়, চলতি শিক্ষাবর্ষে স্মার্ট ক্লাসরুম, ই-বুক এবং কম্পিউটার ল্যাবের পরিকাঠামো নির্মাণ এবং মানোন্নয়নের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হবে।

Advertisement

বর্তমান আর্থিক বছর শেষ হওয়ার আগে মাদ্রাসাগুলিতে ৬০০ টি স্মার্ট ক্লাসরুম, ১০০টি ডিজিট্যাল ল্যাবরেটরি এবং ৭৬টি মাদ্রাসায় সায়েন্স ল্যাবের মানোন্নয়নের অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষায় মোট ৫ হাজার ৬০২.২৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রয়েছে বাজেটে। এছাড়া দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে ৪,১০০ কোটি টাকা ব্যয়ে ৪ কোটি ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৫ লক্ষ আবেদনের মধ্যে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৬ লক্ষ স্কলারশিপ দেওয়া হয়েছে।

শিক্ষাশ্রী প্রকল্পে ৮১০ কোটি টাকা খরচ করে ১ কোটি ৪ লক্ষ ছাত্রছাত্রীকে সুবিধা দেওয়া হয়েছে। মেধাশ্রী প্রকল্পের অধীনে ৫৩ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে ৬ লক্ষ ৬৫ হাজার ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের অধীনে ৮০ হাজার ছাত্রছাত্রীর জন্য ২,৮০০ কোটি ব্যাঙ্ক লোন মঞ্জুর করা হয়েছে। এই বাজেটে উচ্চশিক্ষায় ব্যয় বরাদ বাড়িয়ে ৬,৫৯৩.৫৮ কোটি বরাদ্দের প্রস্তাব রাখা হয়। জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবায় ৩৬৬.৪৬ কোটি টাকার ব্যয় বরাদের প্রস্তাব রাখা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য বাজেটে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার।
  • মাদ্রাসা শিক্ষায় মোট ৫ হাজার ৬০২.২৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রয়েছে বাজেটে।
  • মাদ্রাসাগুলিতে ৬০০ টি স্মার্ট ক্লাসরুম, ১০০টি ডিজিট্যাল ল্যাবরেটরি এবং ৭৬টি মাদ্রাসায় সায়েন্স ল্যাবের অনুমোদন দেওয়া হয়েছে।
Advertisement