সুব্রত বিশ্বাস ও নব্যেন্দু হাজরা: আর মাত্র ২ দিন! শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সব থেকে দামি ও অন্যতম জনপ্রিয় লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। চলতি মরশুমের প্রথম ম্যাচই রয়েছে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। সেই দিন ও কলকাতায় আইপিএলের ম্যাচের দিনগুলিতে যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পাশাপাশি সিএবি ও কলকাতা নাইট রাইডার্সের আবেদন মেনে শনিবার এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ পর্যন্ত অতিরিক্ত মেট্রো চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকেও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেনে কেকেআর ম্যাচের দিন দু'টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। প্রিন্সেপ ঘাট থেকে রাত ১১.৫০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। ট্রেনটি বারাসত পৌঁছবে রাত ১টা নাগাদ। এছাড়া বিবাদী বাগ থেকে রাত ১২টা নাগাদ একটি ট্রেন ছাড়বে। সেটি বারুইপুর পৌঁছবে রাত ১.৩২ মিনিট নাগাদ। এই ট্রেনগুলি চলবে ২২ এপ্রিল, ২৩ ও ২৫ মে। রেল সূত্রে আরও জানা গিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে অতিরিক্ত ট্রেন চালাবে তারা।
এদিকে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তারাও অতিরিক্ত মেট্রো চালাবে। রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছাড়বে। একই সময়ে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো চলবে। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার মেট্রোও একই সময়ে ছাড়বে। এই দুই লাইনে যাত্রা পথের সব স্টেশনেই দাঁড়াবে মেট্রো। এসপ্ল্যানেড স্টেশনে টিকিটের জন্য কাউন্টারও খোলা থাকবে বলে জানা গিয়েছে। তবে এই পরিষেবার জন্য মূল ভাড়ার সঙ্গে ১০ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে যাত্রীদের।