সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ই-মেল করেছেন। চিঠিও লিখেছেন। তা সত্ত্বেও মেলেনি সাক্ষাৎ। আগামী সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে সাক্ষাতের দাবি। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তাঁরা।
সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে বাতিল এসএসসির ২০১৬ সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যদিও নতুন করে ফের পরীক্ষা দিতে নারাজ চাকরিহারাদের একাংশ। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তাঁরা। বিকাশ ভবনের সামনে একটানা ১৮ দিন ধরে চলছে ধরনা। যদিও শুক্রবারই কলকাতা হাই কোর্টের তরফে জানানো হয়েছে বিকাশ ভবনে নয়, সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে চলবে চাকরিহারাদের আন্দোলন। পর্যায়ভিত্তিকভাবে সর্বোচ্চ ২০০ জন অবস্থান বিক্ষোভ অংশ নিতে পারবেন বলে জানিয়েছে আদালত।
হাই কোর্টের নির্দেশের পর শনিবার চাকরিহারারা জানান, আইনকে সম্মান জানিয়ে বিকাশ ভবনের সামনে থেকে উঠছে ধরনা। তাঁদের কথায়, "শুধু অবস্থানের জায়গা বদল হচ্ছে। আন্দোলন চলবে।" আইনকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত বলেই জানান তাঁরা। চাকরিহারারা আরও জানান, সব সাংসদকে চিঠি দিয়ে তাঁদের সমস্যার কথা জানাবেন। গত ১৫ মে বিকাশ ভবনের সামনে তাণ্ডবের ঘটনা প্রসঙ্গে চাকরিহারাদের দাবি, "ওইদিন ইচ্ছাকৃতভাবে বিকাশ ভবনের গেট ভাঙেননি চাকরিহারাদের কেউ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এই ঘটনা ঘটেছে। ক্ষণিকের ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।" যদিও পুলিশের তরফে সেদিন জানানো হয়েছে, চাকরিহারা শিক্ষকরাই সেদিন তাণ্ডব চালিয়েছিল বিকাশ ভবনে। শিক্ষকদের তাণ্ডব প্রতিহত করতে গিয়ে জখম হতে হয়েছে পুলিশকর্মীদের।