shono
Advertisement
SSC Recruitment Case

'সব OMR প্রকাশ করতে হবে', শিক্ষক নিয়োগে SSC-কে 'ডেডলাইন' বিচারপতি সিনহার

"পরীক্ষার কী হবে কেউ জানে না, আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন", এক আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
Published By: Subhankar PatraPosted: 12:43 PM Nov 27, 2025Updated: 01:39 PM Nov 27, 2025

গোবিন্দ রায়: ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোডের নির্দেশ এসএসসিকে (SSC Recruitment Case)। পাশাপাশি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও তলব করলেন বিচারপতি। এরপরই প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৩১ ডিসেম্বর মধ্যে প্রক্রিয়া শেষ হবে কি?

Advertisement

বুধবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এসএসসি (SSC Recruitment Case) সংক্রান্ত সব মামলা শুনবে কলকাতা হাই কোর্ট। আজ, বৃহস্পতিবার মামলা ওঠে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে, বিচারপতি নির্দেশ দেন ২০২৫ সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশ করতে হবে। এসএসসির আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, "আপনারা ওএমআর আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। নাহলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।"

এদিকে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিলের পর অনেকে নিয়োগপত্র পেয়েছিলেন। এদিন নবম দশম ও একাদশ-দ্বাদশের সেই শিক্ষকদের তালিকা তলব করেছেন বিচারপতি সিনহা। ১০ ডিসেম্বর মধ্যেই সেই তালিকা দিতে হবে কমিশনকে। এমনই নির্দেশ আদালতের। এঁদের মধ্যে যাঁরা বর্তমান নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়েছিলেন মামলার ভবিষ্যতের উপর তাঁদের ভাগ্য নির্ধারণ হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা।

শুনানি চলার সময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন বিচারপতি সিনহা। এসএসসি সংক্রান্ত আরও একটি মামলার শুনানি জন্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে থাকেন এক আইনজীবী। তিনি আদালতে জানান, আগামী ১৮ নভেম্বর থেকে একাদশ-দ্বাদশের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হবে। ফলে আগামীকাল শুক্রবারই যেন অন্য মামলাটির শুনানি হয়। সেই সময় বিচারপতি বলেন, "পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।"

উল্লেখ্য, গতকাল বুধবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল, নতুন নিয়োগে যাতে কোনও ভাবে অযোগ্য প্রার্থী না থাকে। বিশেষ চাহিদা সম্পন্ন অযোগ্য প্রার্থীদেরও ক্ষেত্রেও একই কথা বলে আদালত। পাশাপাশি এসএসসি ফের অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেয় আদালত। এসএসসি সূত্র মারফত খবর, বৃহস্পতিবার বিকেলেই সেই তালিকা প্রকাশ করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
  • আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোডের নির্দেশ এসএসসিকে।
  • পাশাপাশি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও তলব করলেন বিচারপতি।
Advertisement