shono
Advertisement
SSC Recruitment Scam

বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভ, তুমুল উত্তেজনা

SSC Scam: ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা চালায় তারা।
Published By: Paramita PaulPosted: 12:52 PM May 15, 2025Updated: 01:41 PM May 15, 2025

বিধান নস্কর, বিধাননগর: ফের পথে এসএসসির চাকরিহারারা। বৃহস্পতিবার সকালে বিকাশ ভবন অভিযানে শামিল হন তাঁদের একাংশ। আর এই অভিযান ঘিরেই তুলকালাম বেঁধে যায় সল্টলেকে। ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা চালায় তারা। তবে পুলিশ প্রাথমিকভাবে তাদের প্রতিহত করে।

Advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এসএসসির ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। রাজ্য সরকার তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। প্রয়োজনীয় আইনি লড়াইয়ের আশ্বাস দেন। এনিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখাও করেন। বৈঠক হয়। সেই সময় রাজ্য বলেছিল, রিভিউ পিটিশন ফাইল করা হবে। চাকরিহারাদের সঙ্গে কথা বলে আইনি পদক্ষেপ করা হবে। প্রতিটি পদক্ষেপ সম্পর্কে চাকরিহারাদের অবগত করা হবে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না বলে অভিযোগ চাকরিহারাদের। তাঁরা নাকি শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন, কিন্তু তা হয়নি। এরপরই বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান করেন তারা। 

প্রথমে বিকাশ ভবনের গেটে ব্যারিকেড দিয়ে তাঁদের আটকানো হয়। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। তারপরই গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল মে মাসের মধ্যে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। তা হয়নি। রাজ্য উদ্যোগ নিচ্ছে না। একইসঙ্গে তাঁদের প্রশ্ন, "অন্যের পাপের দায় আমরা কেন নেব?" ঘটনাস্থলে যান তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। কিন্তু আন্দোলনকারীদের স্লোগানে তাঁকে ফিরে যেতে হয়। 

উল্লেখ্য, এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের রায়ে এসএসির ২০১৬ সালের প্যানেল বাতিল হয়েছে। চাকরিহারা হন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পরে রায়ের  কয়েকটি দিক পরিবর্তনের জন্য আবেদন করা হলে আদালত ‘অযোগ্য বলে প্রমাণিত নন’ শিক্ষকদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দেয়। তাঁরা বেতনও পাচ্ছেন। কিন্তু অশিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ সি ও ডিদের ক্ষেত্রে এই রকম কিছু বলা হয়নি। তাঁরা বেতন পাচ্ছেন না। এই পরিস্থিতিতে চাকরিহারা অশিক্ষককর্মীদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। তারপরেও এদিন বিকাশ ভবন অভিযান করল চাকরিহারার। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের পথে এসএসসির চাকরিহারারা।
  • বৃহস্পতিবার সকালে বিকাশ ভবন অভিযানে শামিল হন তাঁদের একাংশ।
  • আর এই অভিযান ঘিরেই তুলকালাম বেঁধে যায় সল্টলেকে।
Advertisement