shono
Advertisement
SSC

ফের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিহারারা, অফিসারদের সঙ্গে কথা তিনজনের

শিক্ষক-শিক্ষিকাদের ফোন নম্বর নেওয়া হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 12:36 PM Jun 01, 2025Updated: 12:53 PM Jun 01, 2025

রমেন দাস: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। রবিবার তিন জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হন। মিলন সংঘের ক্লাব পর্যন্ত যেতে পারেন তাঁরা। কিন্তু অনুমতি না থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। তবে অফিসাদের সঙ্গে কথা বলে ফিরে এসেছেন চাকরিহারারা।

Advertisement

রবিবার সকালে চাকরিহারা তিন শিক্ষক-শিক্ষিকা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যান। সঙ্গীতা সাহা, মিতা সরকার, নির্মল বারকান্দজ -এই তিনজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কালীঘাটে পৌঁছন। তাঁরা মিলন সংঘ ক্লাবের ভিতরেও যান। সেখানে সিএমও অফিসারদের কথা বলেন। অফিসাররা ডকুমেন্ট ও ফোন নম্বর নিয়েছেন বলে জানিয়েছেন ওই তিন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। চাকরিহারা শিক্ষিকা সঙ্গীতা সাহা বলেন, "আমরা গতবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে পারিনি। আমাদের কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। তখন জানতে পারি রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যেতে পারে। সেই মোতাবেক আজকে ম্যাডামের বাড়ির সামনে যাই। মিলন সংঘ ক্লাবের ভিতরে যেতে পেরেছি। সেখানে উপস্থিত অফিসারদের সঙ্গে কথাও হয়েছে। আমাদের নম্বর নেওয়া হয়েছে। তবে ম্যাডামের সঙ্গে কথা হয়নি। তিনি কথা বলতে রাজি হলে, ফোন করা হবে জাননো হবে।" 

গত বৃহস্পতিবার পুলিশি অনুমতি ছাড়াই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হন চাকরিহারা ছয় মহিলা প্রতিনিধি। কিন্তু দেখা হয়নি। পুলিশ তাঁদের সরিয়ে কালীঘাট থানায় নিয়ে যায়। রবিবার ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেন তাঁরা।

উল্লেখ্য, ৩০মে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরীক্ষার বিজ্ঞপ্তির পাশাপাশি রিভিউ পিটিশনের দিকেও নজর রাখবে সরকার। এদিকে চাকরিতে বসতে নারাজ চাকরিহারা শিক্ষক -শিক্ষিকারা। সেই আবহে ফের আরও একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেন চাকরিহারারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।
  • রবিবার তিন জনের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হন।
  • মিলন সংঘের ক্লাব পর্যন্ত তাঁরা যেতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। তবে অফিসাদের সঙ্গে কথা বলে ফিরে এসেছেন চাকরিহারারা।
Advertisement