shono
Advertisement
Mamata Banerjee

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে ঠাসা কর্মসূচি

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই উত্তরবঙ্গ সফরের কথা জানান মুখ্যমন্ত্রী।
Published By: Sayani SenPosted: 05:51 PM May 14, 2025Updated: 06:02 PM May 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে সেকথা নিজেই জানান তিনি। এবারের উত্তরবঙ্গ সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

Advertisement

এদিন তিনি বলেন, "আগামী ১৯ মে শিল্পমহলকে নিয়ে সিনার্জিক অনুষ্ঠান রয়েছে। পরদিন ২০ মে, ওদলাবাড়িতে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান। ২১ মে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক।" বৈঠকে থাকবেন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের প্রতিনিধিরা থাকবেন। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের প্রতিনিধিরা ভারচুয়ালি যোগ দেবেন বৈঠকে। ২২ মে কলকাতায় ফিরে আসার কথা তাঁর। বলে রাখা ভালো, এর আগে মুর্শিদাবাদ এবং মালদহে যান মুখ্যমন্ত্রী। 

এছাড়া নবান্নে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শিল্পবার্তা দেন। বলেন, “দ্রুত শিল্পায়ন আমাদের লক্ষ্য। পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি চিহ্নিত করা হয়েছে। পুরুলিয়া, পানাগড়, দুর্গাপুরে একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্র তৈরি সরকারের লক্ষ্য। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। বাংলায় শিল্পের জন্য আরও অনেকে জমি চাইছেন।” শিল্পায়নের ফলে রাজ্যে ক্রমশ বাড়ছে কর্মসংস্থান। ইস্পাত শিল্পে কর্মসংস্থান আরও বাড়বে বলেই আশা মুখ্যমন্ত্রীর। মমতা এদিন আরও জানান, রাজ্যের প্রায় প্রত্যেক জেলায় একটি করে বড় শপিং মল বা বিগ মার্কেট খোলা হবে। যেখানে হস্তশিল্পীরা নিজের হাতে তৈরি জিনিসপত্র সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবেন। তার ফলে বাড়বে আয়। এদিন দিঘা নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভালো জমি পেলে দিঘায় বড় বাজার তৈরি হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী।
  • বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই উত্তরবঙ্গ সফরের কথা জানান মুখ্যমন্ত্রী।
  • এবারের উত্তরবঙ্গ সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।
Advertisement