shono
Advertisement
Mukul Roy

ফের রাজ্যপালকে দেখতে হাসপাতালে মমতা, দেখে এলেন দীর্ঘ অসুস্থ মুকুল রায়কেও

একই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল সুপ্রিমোর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়।
Published By: Paramita PaulPosted: 06:59 PM Apr 23, 2025Updated: 07:25 PM Apr 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য়পাল সি ভি আনন্দ বোসকে দেখতে ফের হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল সুপ্রিমোর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়। তাঁর সঙ্গেও দেখা করলেন মমতা। জানালেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। চোখ মেলে মমতাকে দেখেওছেন মুকুল।

Advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যপাল। শালবনি সফরের আগে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের গেলেন হাসপাতালে। জানালেন, "রাজ্যপালের সঙ্গে কথা হয়নি। ওষুধ দিয়ে তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। চার-পাঁচদিন চিকিৎসার পর রাজ্যপাল স্থিতিশীল হলে তারপর পরবর্তী চিকিৎসার কথা ভাববেন ডাক্তাররা।" তবে রাজ্যপালের স্ত্রীয়ের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর।

একই হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুল রায়ও। দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি। এদিন তাঁকে দেখে এলেন মমতা। এ প্রসঙ্গে তিনি বলেন, "মুকুলও অনেকদিন ধরে এখানে ভর্তি আছে। ওঁকেও একটু দেখে এলাম। মাথায় হাত বুলিয়ে দিলাম। ডাকলাম। চোখ খুলেছে। একটু একটু চোখ খুলেছে।" 

মুকুল রায় ২০২১ সালে বিজেপির (BJP) টিকিটে লড়াই করে বিধায়ক হয়েছিলেন। খাতায়-কলমে এখনও তিনি গেরুয়া শিবিরের জনপ্রতিনিধি। নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন ৭০ বছরের বিধায়ক। তাঁকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করার সময় জ্ঞান ছিল না। যথেষ্ট সংকটজনক (Critical) অবস্থায় চিকিৎসা চলেছে। মাথায় অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। তারপর থেকেই হাসপাতালে মুকুল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্য়পাল সি ভি আনন্দ বোসকে দেখতে ফের হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • একই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূল সুপ্রিমোর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়।
  • তাঁর সঙ্গেও দেখা করলেন মমতা।
Advertisement