shono
Advertisement

করোনা আক্রান্ত বেলেঘাটা আইডির চিকিৎসক! ভুয়ো পোস্ট রুখতে FIR রাজ্য সরকারের

সোশ্যাল মিডিয়ায় এমন গুজবে বিভ্রান্তির সৃষ্টি হয়। The post করোনা আক্রান্ত বেলেঘাটা আইডির চিকিৎসক! ভুয়ো পোস্ট রুখতে FIR রাজ্য সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:34 PM Mar 27, 2020Updated: 02:34 PM Mar 27, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডক্টর যোগীরাজ। বেলেঘাটা আইডির চিকিৎসক। রোগীদের সেবা করতে করতে তিনিও করোনায় আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমনই একটি পোস্ট। যত সময় গড়াচ্ছে, তা আরও বেশি করে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ার বাসিন্দা। আর তাতেই বাড়ছে বিভ্রান্তি। কারণ এই খবর সম্পূর্ণ মিথ্যে।

Advertisement

শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে নিশ্চিত করা হয়েছে, বেলেঘাটা আইডির কোনও চিকিৎসক COVID-19-এর কবলে পড়েননি। নেটদুনিয়ায় এভাবে ভুয়ো খবর ছড়িয়ে অকারণ বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আর সেই কারণেই যে এই কাজ করেছে, তার বিরুদ্ধে এফআইআর করবে রাজ্য সরকার। এদিন সরকারের তরফে বলা হয়, যার প্রোফাইল থেকে এই ভুয়ো খবর ছড়িয়েছে, তাকে চিহ্নিত করা হচ্ছে। সাইবার ক্রাইমকে ইতিমধ্যেই এর দায়িত্ব দেওয়া হয়েছে। সেই নেটিজেনকে খুঁজে বের করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন কঠিন পরিস্থিতিতে যাতে কেউ আর গুজব রটানোর সাহস না করে, সেই কারণেই কড়া হচ্ছে প্রশাসন।

[আরও পড়ুন: ‘মমতাকে শক্তি দাও’, করোনা আবহে বন্ধ তারাপীঠে যজ্ঞ করে প্রার্থনা অনুব্রতর]

অমুক উপায়ে করোনা থেকে মিলবে মুক্তি, তমুক ওষুধে সেরে উঠবে রোগী, দেশজুড়ে করোনা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে- ইত্যাদি নানা ধরনের ভুয়ো খবর ঘোরা-ফেরা করছে সোশ্যাল দুনিয়ায়। ঘরবন্দি মানুষের একাংশ তার সত্যতা যাচাই না করেই ফরোয়ার্ড করে দিচ্ছেন। আর তাতেই মুহূর্তে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বাড়ছে আতঙ্ক। হোয়াটসঅ্যাপ-ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতেই বেশি ছড়াচ্ছে এধরনের গুজব। এর জন্য কড়া পদক্ষেপও নিচ্ছে সোশ্যাল সাইটগুলি। এমনকী, গুজব না ছড়ানোর জন্য দেশবাসীকে বারবার অনুরোধ জানাচ্ছেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীরা। কিন্তু তাতেও সম্পূর্ণভাবে এই ‘ভুয়ো অভিযান’ রোখা যাচ্ছে না।

বেলেঘাটা আইডির চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন রাজ্যবাসী। বিশেষ করে কলকাতার বাসিন্দারা। কারণ এই হাসপাতালেই চিকিৎসা হচ্ছে করোনায় আক্রান্ত আটজনের। তাই অনেকেই খবরটি বিশ্বাস করেছিলেন। তবে স্বাস্থ্য দপ্তর খবরটি ভুয়ো বলে জানানোয় আপাতত স্বস্তিতে শহরবাসী।

[আরও পড়ুন: করোনা মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গঠন রাজ্যের, পরামর্শ দেবেন সদস্যরা]

The post করোনা আক্রান্ত বেলেঘাটা আইডির চিকিৎসক! ভুয়ো পোস্ট রুখতে FIR রাজ্য সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement