shono
Advertisement
ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ভারত! রোহিত-বিরাটদের সম্মানে বিশেষ খাম প্রকাশ ডাক বিভাগের

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সাদা ব্লেজার গায়ে তুলেছেন রোহিত-বিরাটরা।
Published By: Paramita PaulPosted: 07:11 PM Mar 11, 2025Updated: 07:11 PM Mar 11, 2025

নব্যেন্দু হাজরা: চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন ভারত! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সাদা ব্লেজার গায়ে তুলেছেন রোহিত-বিরাটরা। তাদের সাফল্যে মুগ্ধ আসমুদ্রহিমাচল। এবার সেই সাফল্যে শামিল হল ডাক বিভাগও। বিশেষ পদক্ষেপ করল তারা।

Advertisement

ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের তরফে বিশেষ খাম প্রকাশ করা হল। যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে ভারতীয় দলের ছবি রয়েছে। দাম রাখা হয়েছে ২০ টাকা। কলকাতার জিপিও ছাড়াও এই বিশেষ খাম মিলবে বাংলার একাধিক গুরুত্বপূর্ণ পোস্ট অফিসগুলিতে। মঙ্গলবার বিশেষ খামটি প্রকাশ করেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। অনুষ্ঠানে হাজির ছিলেন পোস্টমাস্টার জেনারেল (এম অ্যান্ড বিডি) সুপ্রিয় ঘোষ, ডিপিএস (হেড কোয়ার্টার) গৌরব সিংলা, কলকাতার জিপিও-র ডিরেক্টর হাম্মাদ জাফর-সহ অন্যান্য বর্ষীয়ান আধিকারিকরা। এর পাশারাশি চ্যাম্পিয়ন্স ট্রফির ছবি সমেত ক্যানশেলেশন মার্কও প্রকাশ করা হয়।

এক যুগের অপেক্ষার অবসান ঘটেছে ৯ মার্চ। রোহিত শর্মার হাত ধরে আরও একবার ভারতের ঘরে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আনন্দে মাতোয়ারা গোটা দেশ। মেন ইন ব্লুকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতবাসীর প্রত্যাশা পূরণ করেছেন তৃপ্ত ক্রিকেটাররাও। সব মিলিয়ে ট্রফি জয়ের আনন্দে উৎসবের মেজাজে গোটা দেশ। ক্রিকেটার থেকে আমজনতা-সেখানে শামিল সকলেই। এবার তাদের সেই আনন্দে শামিল হল ডাকবিভাগও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সাদা ব্লেজার গায়ে তুলেছেন রোহিত-বিরাটরা।
  • এবার সেই সাফল্যে শামিল হল ডাক বিভাগও। বিশেষ পদক্ষেপ করল তারা।
  • ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের তরফে বিশেষ খাম প্রকাশ করা হল।
Advertisement