নিরুফা খাতুন: চলতি মরশুমে রীতিমতো ঝোড়ো ব্যাটিং করছে শীত। নতুন বছরের শুরুতে তাপমাত্রা ছুঁয়েছিল ১১ ডিগ্রি। তারপর কয়েকদিনে সামান্য উর্ধ্বমুখী ছিল পারদ। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা নামল ১০ ডিগ্রির ঘরে। যা সর্বকালীন রেকর্ড। হাওয়া অফিস সূত্রে খবর, ২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। তারপর থেকে প্রতিবছর পৌষেও ১১ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করেছে পারদ। বহুবছর পর আজ, মঙ্গলবার তা কমে দাঁড়াল ১০.২ ডিগ্রিতে।
ছবি: অরিজিৎ সাহা।
চলতি মরশুমের শুরু থেকেই শীতপ্রেমীদের মুখে হাসি ফুটিয়েছে আবহাওয়া। শীতে রীতিমতো জবুথবু দশা আমজনতার। লেপ-কম্বল ছেড়ে বেরনো দায় হয়ে দাঁড়িয়েছে! মাঝে গত কয়েকদিন তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করলেও মঙ্গলে এক ধাক্কায় তিলোত্তমার তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশায় মোড়া পথঘাট। দৃশ্যমানতা কমেছে ফলে একহাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। শহরতলি ও জেলার পরিস্থিতিও এক। স্বাভাবিকভাবেই তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিরও নিচে। দাপট দেখাচ্ছে কুয়াশা। ফলে ট্রেন-বাস চলছে ধীর গতিতে।
ছবি: অরিজিৎ সাহা।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সর্বকালীন রেকর্ড গড়েছে শীত। এর আগে ২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। তার ঠিক দশ বছর আগে অর্থাৎ ২০০৩ সালের ২২ জানুয়ারি পারদ নেমেছিল ৯.৩ ডিগ্রিতে। তার আগে ১৮৯৯ সালের জানুয়ারিতে তাপমাত্রা নেমেছিল ৬.৭-এ। এবছর অর্থাৎ ১৩ বছর পর জানুয়ারিতে কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রির নিচে। হাঁড়কাপানো শীতে জবুথবু উত্তরের বাসিন্দারাও। শীত উপভোগ করতে বহু পর্যটক হাজির হয়েছেন দার্জিলিং-সহ উত্তরের একাধিক পাহাড়ি গ্রামে।
