shono
Advertisement

অর্থকষ্টের মধ্যেও বরাদ্দ বৃদ্ধি, ‘মা-মাটি-মানুষ দেখাল কীভাবে কাজ হয়’, বলছেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার রাজ্য বাজেটে বেশ কয়েকটি প্রকল্পে বরাদ্দ বেড়েছে, ঘোষণা হয়েছে নতুন প্রকল্প।
Posted: 06:34 PM Feb 08, 2024Updated: 06:50 PM Feb 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড় প্রমাণ ঋণের বোঝায় ডুবে দেশ। দ্রব্যমূল্য বৃদ্ধি, কাজে ছাঁটাইয়ের জেরে অর্থ সংকট তীব্র। এসবের সঙ্গে যুদ্ধ করেই বাংলায় নতুন অর্থনৈতিক দিশা দেখাল মা-মাটি-মানুষ সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের (West Bengal Budget 2024) পর এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর্থিক টানাটানির মধ্যেও বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আর তা নিয়েই মুখ্যমন্ত্রীর মন্তব্য, মা-মাটি-মানুষের সরকারই দেখিয়ে দিল, কীভাবে এগোতে হয়, কীভাবে মানুষের কাজ করতে হয়।

Advertisement

বৃহস্পতিবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে। সুযোগ-সুবিধা বেড়েছে একাধিক প্রকল্পে। নতুন করে আরও বেশি কিছু নতুন প্রকল্পও ঘোষণা করা হয়েছে। তার জন্য অর্থ সংস্থান করা হয়েছে রাজ্যের কোষাগার থেকে। বাজেট শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, ”দেশ ঋণের বোঝায় ডুবে। দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক সমস্যা রয়েছে। রাজ্যেও টানাটানি রয়েছে। সেসব আর্থিক সংকট কাটিয়ে মা-মাটি-মানুষের সরকার দেখাল, কীভাবে মানুষের পাশে থাকতে হয়। মানুষের জন্য কাজ করতে হয়। আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব প্রকল্পে বরাদ্দ বাড়ানো হয়েছে।”

[আরও পড়ুন: লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক! ফের ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের]

সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সরকারি পরিষেবা পাইয়ে দিতে রাজ্য সরকারের একাধিক প্রকল্প আছে। সেইসব প্রকল্পকে আরও মজবুত করতে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে। পাশাপাশি যারা কোনও না কোনও পরিষেবা থেকে বঞ্চিত, তাঁদের জন্য নতুন প্রকল্পও ঘোষণা করা হয়েছে। জোর দেওয়া হয়েছে কর্মসংস্থানে। অন্তত ৫ লক্ষ চাকরি হবে বলে বাজেটে প্রতিশ্রুতি রয়েছে। নতুন অর্থবর্ষ অর্থাৎ এপ্রিল মাস থেকেই সমস্ত কার্যকর করা হবে। ঘোষণা এবং বাস্তবায়নের ক্ষেত্রে বরাবরই সামঞ্জস্য রাখে রাজ্য সরকার। এক্ষেত্রেও তা হবে বলে আশাবাদী সকলে।

[আরও পড়ুন: ‘এরা অ্যান্টি বাঙালি’, রাজ্য বাজেটের মাঝে বিজেপির হট্টগোলে ক্ষুব্ধ মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement