shono
Advertisement

যাদবপুরে বাতিল প্রবেশিকা পরীক্ষা, নম্বরের ভিত্তিতে ভরতির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

উপাচার্যকে ঘিরে বিক্ষোভ অধ্যাপক ও পড়ুয়াদের একাংশের৷ The post যাদবপুরে বাতিল প্রবেশিকা পরীক্ষা, নম্বরের ভিত্তিতে ভরতির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:28 PM Jul 04, 2018Updated: 06:58 PM Jul 04, 2018

সংবাদ প্রতিদিন  ডিজিটাল ডেস্ক: দু’দুবার দিন ঘোষণা করেও পিছু হটল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ স্নাতকস্তরে কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষার সিদ্ধান্ত বাতিল৷ শুধুমাত্র উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগে ভরতি নেওয়া হবে৷ এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্তে দানা বেঁধেছে বিতর্ক৷ বুধবার প্রবেশিকা পরীক্ষা বাতিলের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ৷ তাঁদের অভিযোগ, সরকারের চাপেই সিদ্ধান্ত বদল৷ শেষ পাওয়া খবর, এখনও বিক্ষোভ চলছে৷

Advertisement

[কলা বিভাগে প্রবেশিকা পরীক্ষা বহালের সিদ্ধান্ত, অচলাবস্থা কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে]

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের ভরতি হওয়ার জন্য বোর্ডের পরীক্ষার নম্বরই যথেষ্ট নয়৷ বাংলা ও ইতিহাস বাদে বাকি সবকটি বিষয়েই প্রবেশিকা পরীক্ষা দিতে হয় পড়ুয়াদের৷ এবছর কলা বিভাগের প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ থেকে ৬ জুলাই পর্যন্ত৷ কিন্তু, বিজ্ঞপ্তি জারির পর আচমকাই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  প্রতিবাদে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন কলা বিভাগের ছাত্র সংসদের সদস্যরা, রাতভর চলে ঘেরাও৷ শেষপর্যন্ত গত বুধবার কর্মসমিতি বৈঠকে কলা বিভাগের ছয়টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষার সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ জানিয়েছিলেন, বোর্ডের পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর ও প্রবেশিকার পরীক্ষার ৫০ শতাংশ নম্বরের ভিত্তিতে তৈরি হবে মেধাতালিকা৷ ১১ জুলাই পরীক্ষার দিনই ঘোষণা করে দেওয়া হয়৷

যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের প্রবেশিকার পরীক্ষার যখন তোড়জোড় চলছে, তখনই অধ্যাপকদের একাংশের ক্ষোভ প্রকাশ্যে আসে৷ তাঁদের প্রশ্ন, যাদবপুরে প্রবেশিকা পরীক্ষায় বাইরের অধ্যাপকেরা কেন যুক্ত থাকবেন? কর্তৃপক্ষের সিদ্ধান্তে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে যাঁরা বছরভর পড়ান, সেই অধ্যাপকরা অপমানিত বোধ করছেন৷ ফের শুরু হয় জলঘোলা৷ শেষপর্যন্ত বুধবার প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সিদ্ধান্ত চূড়ান্ত হল কর্মসমিতির বৈঠকে৷সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ জানিয়েছেন, শুধুমাত্র উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতে ভরতি হতে পারবেন পড়ুয়ারা৷ এদিকে, প্রবেশিকা বাতিলের সিদ্ধান্ত ক্ষুদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ৷ বুধবার উপাচার্য ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা৷ বিক্ষোভকারীদের বক্তব্য, সরকারের চাপে মুখে প্রবেশিকা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এরফলে যাদবপুরে পড়াশোনার ক্ষতি হবে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও বিক্ষোভ চলছে৷

[বাইক দুর্ঘটনায় মৃত্যু কমাতে পুলিশের নজর আরোহীর হেলমেটে

The post যাদবপুরে বাতিল প্রবেশিকা পরীক্ষা, নম্বরের ভিত্তিতে ভরতির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement